শেষ রাতে আল্লাহর ২ টি নাম ১০১ বার পড়ুন । দোয়া কবুল হবে। মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ । শেষ রাতের আমল
Автор: Dini Amol
Загружено: 2023-12-19
Просмотров: 3666
Описание:
শেষ রাতে আল্লাহর ২ টি নাম ১০১ বার পড়ুন । দোয়া কবুল হবে। মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ । শেষ রাতের আমল #dini_amol
রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা! আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে, চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা কর, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ’ –সহিহ বোখারি : ৬৯৮৬
আল্লাহর দুটি নাম রাতে পড়লে মনের আশা পুরণ হয়ঃ
আল্লাহর ৯৯ টি গুনবাচন নাম আছে আর আল্লাহ হল তাঁর জাতি নাম।আর সেটি হল আল্লাহর জাতি নাম (আল্লাহ) এবং এর সাথে আরো ১টি আল্লাহর গুনবাচক নাম সংযুক্ত করবেন তা হল (সামাদুন) সামাদুন নামটি সুরা এখলাসের মধ্যে আছে , আর সামাদুন অথ হল অমুখাপেক্ষি, আল্লাহ তায়ালা কারো মুখাপেক্ষি নন। আর বাকী সকলেই আল্লাহর মুখাপেক্ষি।
সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন। অর্থ্যাৎ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এই ভাবে ১০১ বার পাঠ করবেন।
(সুনানে আবু দাউদ ১৪৮১)
ইনশা আল্লাহ আল্লাহ তায়ালা অবশ্যই আপনাকে সহযোগীতা করবেন। আপনার মনের আশা পুরন করবেন। এবং আপনার সে কাজে সফলতা দিয়ে দিবেন
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই আমলটি করার তাওফিক দিন । আমিন ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: