পরাধীনতা সব বদলে দেয় । দীন মুহাম্মদ । Deen Muhammad । আবৃত্তি: ইসরাত জাহান । বাংলা কবিতা আবৃত্তি
Автор: Deen Muhammad Er Kobita
Загружено: 2022-08-24
Просмотров: 51
Описание:
কবিতা : পরাধীনতা সব বদলে দেয়
কবি : দীন মুহাম্মদ
আবৃত্তি : ইসরাত জাহান
Poem : poradhinota sob bodle deay
Kobi : Deen Muhammad
Abritti : Israt জাহান
পরাধীনতা সব বদলে দেয়
--------------দীন মুহাম্মদ
একটা ময়ূর একদনি মানুষের কাছে বন্দী হলো
পোল্ট্রির খামারের একপাশে তার থাকার জায়গা
দূরের নীল আকাশ তাকে হাতছানি দিয়ে ডাকে
পাশের মেহগনির বাগানটা তাকে হাতছানি দেয়
ময়ূরীর জন্য তার বুকের মধ্যে তোলপাড় হয়
সে অহর্নিশ মুক্তির উপায় খোঁজে,মুক্তি মেলে না।
মুরগি তো নাচতে পার না,নাচের মর্মও বোঝে না
তাই সে এখন আর পেখম মেলে না,নাচেও না।
একে একে অনেক বছর মুরগির সাথে কেটে গেলো
তার স্বভাবটাও এখন মুরগির মতো হয়ে গেছে।
তার ডানায় এখন আর উড়বার শক্তি নেই
সে পেখম মেলতে ভুলে গেছে,নাচতে ভুলে গেছে
সে যে একটা ময়ূর ছিলো তা-ও সে ভুলে গেছে।
মাঝে মাঝে শুধু ময়ূরীদের আবছা ছবি চোখে ভাসে
তখন সে বুকের মধ্যে অসীম এক শূন্যতা অনুভব করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: