ও যে মানে না মানা । সৌগত কুন্ডু | রবীন্দ্রসঙ্গীত | O je mane na mana Rabindrasangeet | Sougata Kundu
Автор: Sougata Kundu
Загружено: 2021-05-29
Просмотров: 502
Описание:
রচনাকাল: ১৩১৬ (১৯০৯)
কবির বয়স: ৪৮
প্রকাশ: মে ১৯০৯,বৈশাখ ১৩১৬ , প্রায়শ্চিত্ত নাটক র-র ৯ |
গান (১৯০৯)-বিবিধ
গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রেম-প্রেমবৈচিত্র্য; ১১৯/৩১৮
রাগ / তাল: ভৈরবী / দাদরা
স্বরলিপি: সঙ্গীত প্রকাশিকা; প্রায়শ্চিত্ত, বিশেষ সংস্করণ; স্বরবিতান ৯ (প্রায়শ্চিত্ত)
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
পাদটিকা:ভারতীয় সংগীত সম্পর্কে রবীন্দ্রনাথের পরিকল্পনা ছিল এমনি নিটোল একটি বস্তুর যাতে বৈচিত্র্য থাকবে কিন্তু বাহুল্য থাকবে না, ভাব থাকবে কিন্তু তা উচ্ছ্বাসে ফেনিল হয়ে উঠবে না, যার একটি সুসংগঠিত নিজস্ব রূপ থাকবে কিন্তু অতিরিক্ত বিন্যাসে জটিল হয়ে পড়বে না। রবীন্দ্রনাথের নিজের সংগীতসৃষ্টিতেও একই লক্ষণ বর্তমান | " ও যে মানে না মানা-- " এ গানটি এমনভাবে রচিত যে অতিরিক্ত তানকর্তবের সুযোগই অল্প অথচ এ গানটিতেও তানের ফুলঝুরি ছোটানো হত। ফলে, আড়খেমটা চালে ছোট ছোট কাজগুলিতে যে আবেদন প্রকাশ পেত তার সৌন্দর্য ঢালা তানের খরস্রোতে একেবারে ভেসে যেত। রবীন্দ্রনাথের আরও বহু গানই এমন তানবিস্তারের আক্রমণে বিপর্যস্ত হয়েছে। (২০৫)
--রাজ্যেশ্বর মিত্র, রবীন্দ্রনাথের সংগীতচিন্তা, রবীন্দ্রায়ণ -২, বাক্ সাহিত্য, ১৪১৪
ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে, ' না, না, না।'
যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'
মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে।
আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'
দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: