কোন মশা দিনে কামড়ায়?
Автор: Dengue 249
Загружено: 2024-01-19
Просмотров: 240
Описание:
সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু হবে না। তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে।
এডিস এক প্রজাতির মশা। একমাত্র এই প্রজাতির মশাই ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে বিধায় এরা কামড়ালে ডেঙ্গু রোগ হতে পারে। এডিস মশা সম্পর্কে মানুষের নানা ধরনের প্রশ্ন আছে। এডিস মশা দেখা যায় কি না, কখন কামড়ায়, শরীরের কোথায় কামড়ায় ইত্যাদি নানা প্রশ্ন মানুষের মনে। চলুন সেসব প্রশ্নের উত্তর জেনে নেই।
খালি চোখে এডিস মশা দেখা যায়?
এডিস মশা মাঝারি আকৃতির মশা। এটা খালি চোখে দেখা যায়। এর গায়ে সাদা রঙের ডোরাকাটা দাগ থাকে বলে অন্য মশা থেকে এটাকে সহজেই আলাদা করা সম্ভব। এডিস মশার মাথার ওপরে দুটি এন্টিনা থাকে। এন্টিনাগুলো লোমশ। পুরুষ মশার এন্টিনা স্ত্রী মশার চেয়ে অপেক্ষাকৃত বেশি লোমশ হতে দেখা যায়। এটি ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে বসে।

এডিস মশা কখন কামড়ায়?
দিনেরবেলা এডিস মশা কামড়ায়। ভোরে বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর এবং বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ মশা সক্রিয় থাকে। রাতে এরা বিশ্রাম নেয়। তখন কামড়ায় না। তবে অনেকের মতে দিনের বেলা নয়, এডিস মশা সক্রিয় হয় উজ্বল আলোতে। তাই ঘর আলোকিত থাকলে রাতেও এরা কামড়াতে পারে।
এডিস মশা কোথায় কামড়ায়?
প্রচলিত আছে যে এডিস মশা শুধু পায়ে কামড়ায়। তবে কথাটি ঠিক নয়। পা অনাবৃত থাকে বলে এরা বেশির ভাগ সময় পায়ে কামড় দেয়, তবে শরীরের যেকোনো জায়গায় এরা কামড়াতে পারে।
এডিস মশা কামড়ালেই কী ডেঙ্গু হয়?
সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু হবে না। তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে।
ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত পান করে সুস্থ কারও দেহে কামড় দিলে তার মধ্যে ডেঙ্গু জীবাণু প্রবেশ করার সুযোগ থাকে। তাই এডিস মশা কামড়ালেই ডেঙ্গু হবে, এমনটা মনে করার কোনো কারণ নেই।
এডিস মশা কোথায় ডিম পারে?
জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। ভারতীয় বিশেষজ্ঞ ভি নাগপালের মতে, ডিম দেয়ার জন্য এডিস মশার পছন্দের জায়গা ১৯টি। সেগুলো হলো পুরোনো টায়ার, লন্ড্রি ট্যাংক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনের ব্লক, ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরোনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, অঙ্কুরোদগম উদ্ভিদ, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুল। তবে পানি জমে থাকা যেকোনো জায়গায় এরা ডিম দিতে পারে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: