মেঘবালিকার জন্য রূপকথা – জয় গোস্বামী | Meghbalikar Jonyo - Joy Goswami | কবিতারা - Kobitara
Автор: কবিতারা - Kobitara
Загружено: 2024-09-25
Просмотров: 197
Описание:
#কবিতারা #Kobitaraমেঘবালিকার
জন্য রূপকথা – জয় গোস্বামী | Meghbalikar Jonyo - Joy Goswami | কবিতারা - Kobitara
কণ্ঠে - সুতপা বন্দ্যোপাধ্যায়
Recited by Sutapa Bandyopadhyay
__________________________________________________
আমি যখন ছোট ছিলামখেলতে যেতাম মেঘের দলেএকদিন এক মেঘবালিকাপ্রশ্ন করলো কৌতুহলে
“এই ছেলেটা,. নাম কি রে তোর?”আমি বললাম,. “ফুসমন্তর !”
মেঘবালিকা রেগেই আগুন,“মিথ্যে কথা । নাম কি অমনহয় কখনো ?”. আমি বললাম,“নিশ্চয়ই হয় । আগে আমারগল্প শোনো ।”
সে বলল, “শুনবো না যা-সেই তো রাণী, সেই তো রাজাসেই তো একই ঢাল তলোয়ারসেই তো একই রাজার কুমারপক্ষিরাজেশুনবো না আর ।. ওসব বাজে ।”
আমি বললাম, “তোমার জন্যনতুন ক’রে লিখব তবে ।”
সে বলল, “সত্যি লিখবি ?বেশ তাহলেমস্ত করে লিখতে হবে।মনে থাকবে ?লিখেই কিন্তু আমায় দিবি ।”আমি বললাম, “তোমার জন্যলিখতে পারি এক পৃথিবী ।”
লিখতে লিখতে লেখা যখনসবে মাত্র দু-চার পাতাহঠাৎ তখন ভুত চাপলআমার মাথায়-

খুঁজতে খুঁজতে চলে গেলামছোটবেলার মেঘের মাঠেগিয়েই দেখি, চেনা মুখ তোএকটিও নেই এ-তল্লাটে
একজনকে মনে হলওরই মধ্যে অন্যরকমএগিয়ে গিয়ে বলি তাকেই !“তুমি কি সেই ? মেঘবালিকাতুমি কি সেই ?”
সে বলেছে, “মনে তো নেইআমার ওসব মনে তো নেই ।”আমি বললাম, “তুমি আমায়লেখার কথা বলেছিলে-”সে বলল, “সঙ্গে আছে ?ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে !আর হ্যাঁ, শোন-এখন আমিমেঘ নই আর, সবাই এখনবৃষ্টি বলে ডাকে আমায় ।”বলেই হঠাৎ এক পশলায়-চুল থেকে নখ- আমায় পুরোভিজিয়ে দিয়ে-. অন্য অন্যবৃষ্টি বাদল সঙ্গে নিয়েমিলিয়ে গেল খরস্রোতায়মিলিয়ে গেল দূরে কোথায়দূরে দূরে…।
“বৃষ্টি বলে ডাকে আমায়বৃষ্টি বলে ডাকে আমায়-”আপন মনে বলতে বলতেআমিই কেবল বসে রইলামভিজে একশা কাপড়জামায়গাছের তলায়. বসে রইলামবৃষ্টি নাকি মেঘের জন্য
এমন সময়অন্য একটি বৃষ্টি আমায়চিনতে পেরে বলল, “তাতেমন খারাপের কি হয়েছে !যাও ফিরে যাও-লেখ আবার ।এখন পুরো বর্ষা চলছেতাই আমরা সবাই এখননানান দেশে ভীষণ ব্যস্ততুমিও যাও, মন দাও গেতোমার কাজে-বর্ষা থেকে ফিরে আমরানিজেই যাব তোমার কাছে ।”

এক পৃথিবী লিখবো আমিএক পৃথিবী লিখবো বলেঘর ছেড়ে সেই বেড়িয়ে গেলামঘর ছেড়ে সেই ঘর বাঁধলামগহন বনেসঙ্গী শুধু কাগজ কলম
একাই থাকব । একাই দুটোফুটিয়ে খাব—. দু এক মুঠোধুলো বালি-যখন যারাআসবে মনে. তাদের লিখবলিখেই যাব !
এক পৃথিবীর একশোরকমস্বপ্ন দেখারসাধ্য থাকবে যে-রূপকথার—সে রূপকথা আমার একার ।
ঘাড় গুঁজে দিন. লিখতে লিখতেঘাড় গুঁজে রাত. লিখতে লিখতেমুছেছে দিন—মুছেছে রাতযখন আমার লেখবার হাতঅসাড় হল,. মনে পড়লসাল কি তারিখ, বছর কি মাসসেসব হিসেব. আর ধরিনিলেখার দিকে তাকিয়ে দেখিএক পৃথিবী লিখব বলেএকটা খাতাও. শেষ করিনি ।
সঙ্গে সঙ্গে ঝমঝমিয়েবৃষ্টি এল খাতার উপরআজীবনের লেখার উপরবৃষ্টি এল এই অরণ্যেবাইরে তখন গাছের নিচেনাচছে ময়ূর আনন্দিতএ-গাছ ও-গাছ উড়ছে পাখিবলছে পাখি, “এই অরণ্যেকবির জন্যে আমরা থাকি ।”বলছে ওরা, “কবির জন্যআমরা কোথাও আমরা কোথাওআমরা কোথাও হার মানিনি—”
কবি তখন কুটির থেকেতাকিয়ে আছে অনেক দূরেবনের পরে, মাঠের পরেনদীর পরেসেই যেখানে সারাজীবনবৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে,সেই যেখানে কেউ যায়নিকেউ যায় না কোনদিনই—আজ সে কবি দেখতে পাচ্ছেসেই দেশে সেই ঝরনাতলায়এদিক-ওদিক ছুটে বেড়ায়সোনায় মোড়া মেঘহরিণী—কিশোর বেলার সেই হরিণী ।
__________________________________________________________
সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল “কবিতারা "
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: