আরশ কাঁপানো অশ্রু! 😭 মানুষের চোখের পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান? (চোখের পানির অলৌকিক শক্তি)
Автор: Zikr Flow Ⓐ
Загружено: 2025-12-21
Просмотров: 373
Описание:
আরশ কাঁপানো অশ্রু! 😭 মানুষের চোখের পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান? (চোখের পানির অলৌকিক শক্তি)
পৃথিবীর মানুষ হয়তো আপনার চোখের পানির মূল্য দেয় না, একে দুর্বলতা মনে করে। কিন্তু আপনি কি জানেন? এক ফোঁটা অশ্রু—যা আল্লাহর ভয়ে বা তাঁর ভালোবাসায় ঝরে—তা জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে! আপনার প্রতিটি নিঃশব্দ কান্না আরশের মালিক খুব কাছ থেকে দেখেন।
এই হৃদয়স্পর্শী ইসলামিক মোটিভেশনাল ভিডিওতে আমরা আলোচনা করেছি:
আল্লাহর কাছে চোখের পানির মর্যাদা: কেন এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে দুনিয়া ও তার ভেতরের সবকিছুর চেয়েও বেশি দামী।
তওবার কান্না: অনুতপ্ত হয়ে ঝরানো চোখের পানি কীভাবে জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়।
নিভৃতে কান্না: যখন কেউ দেখে না, তখন আল্লাহর সাথে আপনার সেই অশ্রুসিক্ত কথোপকথনের গুরুত্ব।
হাদিসের আলোকপাত: সেই দুই ফোঁটা পানির কথা যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
আপনি যদি আজ ব্যথিত হন বা একাকী কাঁদেন, তবে এই ভিডিওটি আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনবে। মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি চোখের জলের হিসাব রাখেন।
#️⃣ হ্যাশট্যাগ (5 Hashtags)
#চোখের_পানির_মর্যাদা
#আল্লাহর_ভালোবাসা
#ইসলামিক_মোটিভেশন
#কান্নার_ফজিলত
#তওবা_ও_এস্তেগফার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: