কবিতা: জাগরণে বঙ্গবন্ধু | কলমে ও কণ্ঠে: মাহমুদা জান্নাত তুবা
Автор: TuBa 0_0
Загружено: 2024-05-03
Просмотров: 70
Описание:
বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা প্রথম কবিতা।❤️কবিতাটি নিজের কণ্ঠেই প্রথম ধারণ করলাম।😁বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে গেলে হয়তো মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু কথা ফুরোবে না। আমার ছোট্ট জীবনে বঙ্গবন্ধুকে নিয়ে আমার ছোট্ট প্রয়াস।😊
কবিতার লিরিক্স:
জাগরণে বঙ্গবন্ধু
মাহমুদা জান্নাত তুবা
যে ছেলেটি একদিন ছিল অতি সাধারণ,
কি করে বলতো হলো অসাধারণ?
টেকনাফ থেকে তিতুলিয়া সে তো নয়,
আলো ছড়ালো সে সারা বিশ্বময়।
ক্ষুধার্তকে দিত সে খাদ্য, শীতার্তকে দিত শীত বস্ত্র।
শোষিত ও নির্যাতিত মানুষকে দিলে সে বলিষ্ঠ নেতৃত্ব।
মা-বাবা, বন্ধুরা ডাকতো তাঁকে খোকা,
জনতার মঞ্চের দাঁড়িয়ে সে হলো জাতির পিতা।
ফুল ফুটে আজ লাল হলো যে পলাশ শিমুল শাখে,
সবাই তাঁহার নাম ভুলে আজ বঙ্গবন্ধু ডাকে।
ডাক দিল সে স্বাধীনতার ভাঙতে নির্যাতন,
এগিয়ে এলো বাঙালিরা দিতে আত্ম বিসর্জন।
জাগরণের বাণী দিলো যেমনি করে,
সাড়া দিলো জনতা শেখ মুজিবুর নামে।
রচনাকাল: ১৭/০৪/২০২৪
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: