সরকারি খরচে সুপ্রিম কোর্টে মামলা করার উপায় | আইনগত সহায়তা প্রদান আইন |Legal Aid Bangladesh | NLASO
Автор: LawTubeBD
Загружено: 2024-04-30
Просмотров: 6232
Описание:
আর্থিকভাবে অসচ্ছল, সহায়—সম্বলহীন এবং নানাবিধ আর্থ—সামাজিক কারণে বিচার প্রাপ্তির ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের ২৬শে জানুয়ারি প্রণয়ন করা হয় “আইনগত সহায়তা প্রদান আইন” বা “Legal Aid Services Act”, যে আইনটি কার্যকর হয় একই বছরের ২৮শে এপ্রিল।
উক্ত আইন মোতাবেক সুপ্রিম কোর্টে যেমন দেওয়ানি বা ফৌজদারি মামলার আপিল ও রিভিশনসহ রিট মামলাও দায়ের করা যায়, তেমনি এমন মামলায় প্রতিদ্বন্দ্বিতাও করা যায় বিনা মূল্যে বা সরকারি খরচায়। অবাক হচ্ছেন দর্শক? অবাক হওয়ারই কথা বটে! আপনাদের এমন বিস্ময় দূর করতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি, যেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন— বিনা মূল্যে বা সরকারি খরচায় সুপ্রিম কোর্টে দেওয়ানি বা ফৌজদারি আপিল বা রিভিশন, এমনকি রিট মামলা দায়ের করা কিংবা কারো বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এমন মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার উপায় সম্পর্কে।
এপিসোডটির পৃষ্ঠপোষকতা করেছেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা লিগ্যাল এইড অফিস, ফেনী। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন সজল মিত্র রিচার্ড ও মিশকাত শুকরানা এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #LegalAidServicesAct #LegalAidBangladesh #NLASO #legalaidservice #legaladvice #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
/ @lawtubebd
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: