মা দিবসের কবিতা - মমতাময়ী মা || Mother’s Day ||
Автор: Green House
Загружено: 2024-05-12
Просмотров: 106
Описание:
#kobita #bangla_kobita #mothersday
মা দিবসে মা কে নিয়ে লেখা কবিতা - "মমতাময়ী মা”
বন্ধুরাআপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীর সকল মা কে জানাই মাতৃ দিবসের শুভেচ্ছা। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ আমাদের মা।আর প্রিয় শব্দ ও সমুদুর ডাক হলো মা ডাক। মা কে ভালোবাসতে বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনই মা কে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো যায়। এই দুনিয়ায় এমন কোন শব্দ নেই যে মাকে ব্যাখ্যা করতে পারে।এই পৃথিবীতে ৩৬৫ দিন তোমাকে নিয়ে যে ভাবে সে হলো আমাদের মা।হাজার সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে । কিন্তু মায়ের সাথে সম্পর্ক কখনো ভাঙ্গে না। এই পৃথিবীতে কেউ যদি সত্যি কারের ভালোবাসে সে হলো মা। পৃথিবীর সব মায়েদের প্রতি সম্মান জানাতে কয়েক যুগ ধরে পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। আজ ১৪ মে ( রবিবার ) বিশ্ব মা দিবস।প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী এ দিনটি পালিত হয়। দেশ ও ফাংশন ভিডিও কোথাও কোথাও অবশ্য মা দিবসের তারিখ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
মা দিবসের সূচনা হয় প্রাচীন গ্রিসের মাতৃরূপী দেবী সিবেলের আরাধনা। প্রাচীন রোমানে দেবী জুনোর আরাধনা ইউরোপ এবং যুক্তরাজ্যে মাদারিং সানডের মতো বেশ কয়েকটি আচার অনুষ্ঠান। মায়েদের সম্মানে পালিত হয়। মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রবিবারে। যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের প্রচলন শুরু আমেরিকান সমাজকর্মী জুলিয়া ওয়ার্ল্ড হোই নামে এক নারীর হাত ধরে। ১৮৭০ সালে আমেরিকান গৃহযুদ্ধের পৈশাচিকতার মাত্রা ছাড়িয়ে গেলে শান্তির প্রত্যাশায় জুলিয়া একটি ঘোষণা পত্র লেখেন। এটি মাদারস ডে প্রোক্লেমেশন নামে পরিচিত ছিল। এ ঘোষণার মধ্যে জুলিয়া রাজনৈতিক স্তরের সমাজ প্রতিষ্ঠায় নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথদের সেবা আপত্তিকরণে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী আনা রিভিজ জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস জুলিয়া ওয়ার্ল্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন।কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আনা রিভিজ জার্ভিস ১৯০৫ সালের ৫ মে মারা যান। মায়ের মৃত্যুর পর আনা মেরি জার্ভিস মায়ের শান্তি কামনায় ও তার সম্মানে সরকারিভাবে মা দিবস পালনের জন্য প্রচারণা চালান। তিন বছর পর ১৯০৮ সালের ১০ মে পশ্চিম ভার্জিনিয়ার আন্দ্রেউজ মেথডিস্ট এপিসকোপাল চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস পালিত হয়। চার্চটি বর্তমানে international mother's day shrine নামে পরিচিত।আনা রিভিজ সাদা কারনেশন ফুল উপহার দেয় আনা মেরি জার্ভিস। কিন্তু এখানেই আনা মারি জার্ভিস থেমেছিলেন না। ১৯১২ সালে তিনি স্থাপন করেন মাদারস ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। এ সময় জার্ভিস মা দিবসকে ছুটির দিন করার লক্ষ্যে এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দিতে ব্যাপক প্রচারনা চালান। তার এই প্রচারণা ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কানাডা মেক্সিকো চীন জাপান দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায়। তারপর ১৯১৪ তার প্রচেষ্টা সফল হয়। তৎকালীন প্রেসিডেন্ট উদ্রো উইলশন দ্বিতীয় রবিবার কে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে সরকারি ভাবে বিশ্ব মা দিবস পালিত হতে থাকে।
"মমতাময়ী মা"
মা মানে অসীম আকাশ যার নেই কেই কোন শেষআমি যদি সত্য থাকতাম ভালো হতো বেশ ।না মানে কত আদর নতুন নতুন বায়না,মায়ের মত এত আদা আর তো কোথাও পাই না।মা মানে খুব কাছের অফুরন্ত ভালোবাসা।মাকে নিয়ে বলতে গেলে ফুড়িয়ে যায় ভাষামা মানে ছোটবেলায় গামলায় বসে স্নান,তুমি হলে এমন মা ছেলে অন্ত প্রাণ।ছোটবেলায় মা চোখে পড়াতো কাজল কত যত্ন করে,পুরনো স্মৃতি আর কত কথা যে মনে পড়ে।না মানে কোলে বসে আদর করে খাওয়ানো,ঘুম পেলে মায়ের কোলে মাথা রেখে ঘুমানো।মা মানে সারাদিন শুধু আমার কথা চিন্তা করে,এমন মা যেন পাই জনম জনম ধরে।মা বিদ্যা মা বুদ্ধিমান মা জ্ঞানদাতা,মায়ের কাছে মাথা নত স্বয়ং বিধাতা।মা এবং মা সন্ধ্যা মা হলো আঁধার,মা ছাড়া এ জগতে শুধু নীরাধার।মা শীত মা গ্রীষ্ম মা হলো বর্ষাসব ঋতুর প্রধান মা সবার আশা ভরসা।মা সৃষ্টি মা ধ্বংস মা লালন পালনমা প্রকৃতি মা ধরা মা মাঠের ফলন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: