শতমূলী সংগঠনের এগিয়ে চলা
Автор: শতমূলী সংগঠন
Загружено: 2025-03-15
Просмотров: 26
Описание:
শতমূলীর বার্ষিক মিলনমেলা ২০২৪ অনুষ্ঠানে শতমূলীর সকল কার্যক্রম নিয়ে ফিরে তাকানো:
সমাজের মূল থেকে বিভিন্ন সমস্যা দূরীকরণে মাধ্যমে সামাজিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলা অরাজনৈতিক, অলাভজনক এবং মানব কল্যাণে নিবেদিত সংগঠন শতমূলী। শতমূলী একটি সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া। শতমূলী প্রতিষ্ঠিত হয় ১১ই জুলাই, ২০২১ খ্রিস্টাব্দে। সেবামূলক এই সংগঠনটির কাজের পরিসীমা বাংলাদেশের সর্বত্র। সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিচালনা করছেন দুজন অ্যাডমিন, উপদেষ্টা এবং কার্যক্রম ভেদে কয়েকজন মডারেটর । এছাড়াও সামাজিক উন্নয়নের লক্ষ্যে শতমূলীর কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শতমূলী প্রধানত চারটি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। কার্যক্রমগুলো হলো দুর্জয়, দুর্দম, দুর্বার এবং বিপন্ন।
শতমূলী দূর্দম উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ও এককালীন বৃত্তির প্রদানের মাধ্যমে তাদের পড়ালেখার পথকে সহজ করতে সহযোগিতা করে যাচ্ছে। অন্যদিকে দূর্জয় উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া, সৎ ও পরিশ্রমী মানুষদের পাশে দাড়াচ্ছে তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে।
এছাড়াও দূর্বার উদ্যোগের মাধ্যমে শতমূলী একদিকে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে ভবিষ্যৎ চাকরির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার জন্য। অন্যদকে বিপন্ন উদ্যোগের মাধ্যমে দুর্যোগ কবলিত মানুষের কাছে ত্রানসামগ্রী পৌঁছে দেওয়া, বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণ কর্মসূচি, তীব্র শীতে শীতার্তদের সহযোগীতাসহ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে শতমূলী ।
দূর্নীতি হলো শতমূলীর প্রধান শত্রু। তাই হিসাব ও কাজের স্বচ্ছতার মাধ্যমে শতমূলী সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখে। শতমূলী কখনো বিনিময়ের জন্য কাউকে সাহায্য করে না, তবে আশা রাখে যেন তারা ভবিষ্যতে শতমূলীর কার্যক্রমগুলোতে শতমূলীর পাশে থাকে।
শতমূলী সর্ম্পকে বিস্তারিত তথ্য জানতে শতমূলীর কার্যক্রমগুলো দেখার অনুরোধ রইলো। আশা করছি আপনিও শতমূলীর পরবর্তী উদ্যোগে স্বেচ্ছাসেবকদের পাশে থেকে দেশ গড়ার কাজে সহযোগিতা করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: