বন্ধুত্ব ও শত্রুতা বিষয়ে সতর্কবাণী চলুন জেনেনি বন্ধুত্বের বিষয়ে ইসলাম কি বলে
Автор: IslamicWorld shorts
Загружено: 2023-05-19
Просмотров: 704
Описание:
#islamic #shortsfeed #hadis #quran #shorts #friends #বন্ধুত্ব
বন্ধুত্ব ও শত্রুতা বিষয়ে সতর্কবাণী চলুন জেনেনি বন্ধুত্বের বিষয়ে ইসলাম কি বলে বলে
মুমিনের বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য।
একজন মুমিনের বন্ধুত্ব ও শত্রুতার ভিত্তি ঈমান।
বন্ধুত্ব ও শত্রুতা আল্লাহর জন্য।
কেননা দ্বিনের শত্রুদের সঙ্গে সম্পর্ক রাখলে ঈমান দুর্বল হয়ে পড়ে।
** আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তাঁর রাসুল এবং ঈমানদাররা, যারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে এবং তারা বিনম্র।’
(সুরা : মায়িদা, আয়াত : ৫৫)
বন্ধুত্ব ও শত্রুতা বিষয়ে সতর্কবাণী এসেছে হাদিস শরিফে।
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত,
** রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘নিজের বন্ধুর সঙ্গে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না। হয়তো সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। তোমার শত্রুর সঙ্গেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না। হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে।’
তিরমিজি, হাদিস : ১৯৯৭)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: