এমবাপ্পের পেনাল্টি মিসে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
Автор: WIKI FACE
Загружено: 2021-07-01
Просмотров: 12
Описание:
রুদ্ধশ্বাস পেনাল্টিতে বর্তমান চ্যাম্পিয়ান ফ্রেন্সকে ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড।
ইউরোপ সেরার মঞ্চে জমজমাট পূর্ন ম্যাচে ক্ষনে ক্ষনে খেলার গতি পথ বদলায়। বর্তমান চ্যাম্পিয়ান ফ্রান্সের সেরা আক্রমণ ভাগ নিয়েও ধরাশায়ী সুইসদের কাছে।প্রথমার্ধের ১৫ মিনিটে হ্যারিসের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। আক্রমণাত্মক খেলেই সমানে সমান দাপট দেখিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-০ তে।
দ্বিতীয়ার্ধে শুরুতে ফ্রন্সের আক্রমণ ভাগ আরো ভয়ানক রুপ ধারন করে। ৫৭ ও ৫৯ মিনিটে পর পর দুই গোল করেন রিয়াল ফরোয়ার্ড কারীম বেনজেমা । ৭৫ মিনিটে পল পগবর দূরপাল্লার শটে ফরাসিরা লিড নেয় ৩-১ এ।ক্ষানিকটা পরেই ঘূর্ণিঝড়ের মতো ৮১ ও শেষ মিনিটে ৩-৩ ড্র নিয়ে অতিরিক্ত সময়ে খেলা গড়াই। অতিরিক্ত সময়ে এমবাপ্পের গোল মিসে ও সুইজারল্যান্ড গোল রক্ষকের কল্যানে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। অবশেষে ট্রাইবেকারে এমবাপ্পের গোল মিসে বিদায় নেয় ফরাসিরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: