নাপিত্তাছরা ট্রেইল | NAPITTACHORA WATERFALLS
Автор: Traveller Tasib
Загружено: 2020-09-07
Просмотров: 91
Описание: ফেনী থেকে যেকোনো বাসে উঠে মিরসরাইয়ের নয়দুয়ার বাজার নামক স্থানে নেমে। সেখান থেকে হাঁটা শুরু করতে হবে! রেললাইন পার হয়ে মাটির রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যেতে হবে! একটু পরেই নাপিত্তাছড়া ট্রেইলের ঝিরি পথ পেয়ে যাবে। ঝিরি ধরে আগালেই প্রথম ঝর্ণা টিপরাকুম পেয়ে যাবেন। টিপরাকুম ঝর্ণার বামে উপরে যাওয়ার রাস্তা আছে। উপরে গেলে আরেকটা ঝর্ণা পাবেন, নাম কুপিকাটাকুম ঝর্ণা। এই ঝর্ণার ডান পাশে পাহাড়ী খাড়া রাস্তা আছে অল্প। উপরে উঠলেই একটা দোকান পাবেন! দোকান থেকে বামের রাস্তা ধরে এগুলোই ঝিরি পেয়ে যাবেন! ঝিরি ধরে এগুলেই Y জংশন পাবেন। এখন দুই দিকে ২ টা ঝর্ণা আছে। ডানে গেলে পাবেন নাপিত্তাছড়া ট্রেইলের সবচেয়ে বড় এবং সুন্দর বান্দরকুম ঝর্ণা। তারপর Y জংশন থেকে বামে গেলে পাবেন বাঘবিয়ানী ঝর্ণা। এই ট্রেইলটা মোটামুটি ঝুঁকিপূর্ণ কারণ বান্দরকুমের দিকে যেতে বড় বড় পিচ্ছিল বোল্ডার পাড়ি দিতে হবে। মানে এককথায় পুরো ট্রেইল সাবধানতার সহিত পা ফেলতে হবে🤗
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: