আত্মার পতনের গল্প
Автор: Sesh Rater Golpo
Загружено: 2025-10-05
Просмотров: 759
Описание:
আত্মার পতনের গল্প” ✨
"একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন—
‘প্রভু, কিছু মানুষ বড় বড় পাপ করেও কেন কখনো পাপবোধ করে না?’
শ্রীকৃষ্ণ মৃদু হেসে একটি কাহিনি শোনালেন…
এক ধর্মপ্রাণ রাজা ভাণ্ডারের আয়োজন করেছিলেন। শত শত ব্রাহ্মণ আহার করছিলেন। সেই সময় আকাশ থেকে এক চিল মৃত সাপ নিয়ে উড়ে গেল এবং সাপের বিষ পড়ে এক ব্রাহ্মণের মৃত্যু হলো।
যমরাজ এই দৃশ্য দেখে দ্বিধায় পড়লেন—দোষী কে? রাজা? চিল? না মৃত সাপ?
কারও মধ্যেই দোষ দেখা গেল না।
কিন্তু পরে, কিছু ব্রাহ্মণ রাজপ্রাসাদে যাওয়ার পথে এক মহিলার কাছে দিক জিজ্ঞাসা করলে সে ব্যঙ্গ করে বলল—
‘সাবধান! সেই রাজা ব্রাহ্মণদের বিষ খাওয়ায়।’
এই একটি বাক্যের জন্য যমরাজ তাকে ব্রাহ্মণ হত্যার অপরাধী ঘোষণা করলেন। কারণ, রাজা, চিল বা সাপ কারও মৃত্যুর মধ্যে আনন্দ ছিল না। কিন্তু সেই নারী অন্যের নিন্দা করে আনন্দ খুঁজেছিল।
👉 এখানেই শ্রীকৃষ্ণের উপদেশ—
পাপ শুধু কর্মে হয় না, অনুভূতিতেও হয়।
যখন হৃদয় অন্যের পতনে আনন্দ খুঁজে পায়, তখনই আত্মার পতন শুরু হয়।
🌿 এই গল্প থেকে শিক্ষা:
অন্যের নিন্দায় সুখ খোঁজা মানেই আত্মাকে কলুষিত করা।
ভগবানের কাছে শুদ্ধ হৃদয়ই আসল শক্তি।
মনে রেখো—কর্মের মতোই ভাবনাও পাপ বা পুণ্যের বীজ বোনে।
🙏 যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে Subscribe / Follow করুন এবং আধ্যাত্মিক শিক্ষার আলো ছড়িয়ে দিন। 🌸
#SriKrishna #Arjun #Yamraj #SpiritualStory #HinduMythology #MoralStory #
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: