অনেক সুন্দর টগর ফুলের গাছ।
Автор: MIJAN a VLog
Загружено: 2024-04-12
Просмотров: 43
Описание:
পাঁচটি ফুলের নাম লিখতে বা বলতে বললে শিশুরা টগরের নাম বলবেই বা লিখবেই। এটা খুবই পরিচিত নাম। কিন্তু অনেকেই টগর গাছ চেনে না। পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু বলতে পারে না এটা টগর। কারণ অবশ্যই আছে। বর্ষার দিনে বাহারি রঙের ফুলে ফুলে ছেয়ে যায় আমাদের চারপাশ। প্রকৃতি যেন সেজে ওঠে নানা রূপবৈচিত্রে। কত ফুল ফোটে চারপাশে। এর মধ্যে টগর অন্যতম। ঝোপঝাড়বিশিষ্ট চিরসবুজ গাছ টগর। টগরের বৈজ্ঞানিক নাম টেবারনায়েমন্টানা ডিভারিকাটা (Tabernaemontana Divaricate)। একটু খটমটই লাগে। আগে টগরের উদ্ভিদতাত্ত্বিক নাম ছিল এরভাটামিয়ে করোনারিয়া স্টাফ (Ervatamia Coronaria Stapf.) ।
এখন বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে। এটা এপোসায়ানাসি (Apocynaceae) পরিবারের অন্তর্ভুক্ত। আর বর্গের নাম জেন্টিয়ানালেস (Gentinales)। সারা পৃথিবীতে টগরের বহু প্রজাতি আছে, ৪০ টি প্রজাতি প্রধান। এর মধ্যে বাংলা ও ভারতে ৪টি প্রজাতি পাওয়া যায়। দক্ষিণ আমেরিকা থেকে এই গাছ ভারত উপমহাদেশে এসেছে। বাংলাদেশের সিলেট অঞ্চলে ফুলটি দুধফুল হিসেবে পরিচিত। বাংলাদেশ ও ভারতে দুই রকমের টগরই বেশি পাওয়া যায়। থোকা টগর ও একক টগর। একটি টগরের একক পাপড়ি, অন্যটির গুচ্ছ পাপড়ি। এদের ‘বড় টগর’ ও ‘ছোট টগর’ও বলা হয়। বাংলাদেশের বনে-বাদাড়ে টগর এমনিতেই জন্মে। ছিঁড়লে সাদা দুধের মতো কষ ঝরে। পাতা ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা ও এক দেড় ইঞ্চি চওড়া। পাতার আগা ক্রমশ সরু। ফুল দুধসাদা। সারা বছর ফুল ফুটলেও বর্ষায় বেশি ফোটে। থোকা টগরের সুন্দর মৃদু গন্ধ বাতাসে ছড়ালেও একক টগরের কোনো গন্ধ নেই। শহরে বাগানের বেড়া দিতে বা সড়ক দ্বীপে টগর গাছ লাগিয়ে এরিয়া মার্ক করা হয়। শহরে বিভিন্ন নার্সারিতে এটা বিক্রি হয়। গন্ধ না থাকা এবং খুব ছোট গাছ বলে এটা অনেকটা অচেনাই। দেখতে মরিচ গাছের মতো। ফুল থেকে ফলও হয়। ফলের মধ্যে ৩ থেকে ৬টি বীজ থাকে। বড় টগরের বোঁটা মোটা এবং একক ফুল হয়। পাতাও একটু বড়। মাথা ঝাঁকড়া বলে টগর গাছকে সুন্দর দেখায়। ডালগুলো সোজা না উঠে বহু শাখা-প্রশাখা নিয়ে ঝোপের মতো বাগানের শোভা বাড়ায়। কলম করে চারা করা যায়, আবার বর্ষাকালে ডাল পুঁতলেও হয়। টগর সমতল ভূমির গাছ হলেও পাহাড়ে এদের উপস্থিতি রয়েছে।
টগরের ঔষধী গুণ আছে। টগরের মূল ও শেকড়ে কৃমি ও চুলকানি দূর হয়। ঘামাচিতে প্রতিদিন টগর গাছের কাঠ চন্দনের মতো ঘষে লাগালে উপকার পাওয়া যায়। টগরের মূল ও শেকড় ওষুধে ব্যবহৃত হয়। শেকড় তেতো ও কটু স্বাদের। অনেকে টগরের কাচা ডাল চিবিয়ে দাঁতের অসুখ সারায়।
অনেক সুন্দর টগর ফুলের গাছ
টগর ফুলের গাছ
টগর ফুল গাছ
সব ধরনের ফুল গাছ
সুন্দর সুন্দর ফুলের গাছ
বিভিন্ন ফুলের গাছ
টগর গাছ
বিভিন্ন ধরনের ফুল গাছ
টগর ফুল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: