News-মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ
Автор: NON STOP EXPRESS TV
Загружено: 2022-11-12
Просмотров: 24
Описание:
দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ড অন্তর্গত কাদারোড মহাবীর আখারা হনুমান মন্দির কমিটি দ্বারা পরিচালিত হনুমান মন্দিরকে আনন্দলোক হাসপাতাল সংস্থার কর্ণধার D.K. সারাফ এর বিশেষ সহযোগিতায় নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে , নতুন রূপে সেজে ওঠা হনুমান মন্দিরটির উদ্বোধন করা হল । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তা , এলাকার প্রাক্তন কাউন্সিলর রবিন্দর কুমার বাল্মিকী , দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জ্বালান ,এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা হনুমান মন্দিরের সভাপতি মিন্টু চৌবে সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা এবং কমিটির অন্যান্য সদস্যরা । এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে , এদিন একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । কোলকাতার জোড়াসাঁকো বিধানসভা বিধায়ক বিবেক গুপ্তা সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রায় 200 জনেরও বেশি দুঃস্থ মহিলার হাতে নতুন শীতের কম্বল তুলে দেন । এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিবেক গুপ্ত বলেন , এ রকম একটি অনুষ্ঠানে এলাকার মানুষের সাথে থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি। তিনি মন্দির কমিটির সমাজসেবামূলক ভাবনার ও কাজের ভূয়সী প্রশংসা করেন । এছাড়াও তিনি বলেন .........
@NONSTOPEXPRESSTV
#Bangla News #Non Stop News #News24 #Abp News #Zee News #News18 #Tv9 Bangla #Top News #Current News
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: