বাংলার পাহাড় | নিসর্গের মায়াজালে ঘেরা স্বর্গরাজ্য | Hills of Bangladesh | Mysterious Heaven on Earth
Автор: Prokriti Kotha
Загружено: 2020-07-02
Просмотров: 6230
Описание:
বাংলার পাহাড় | নিসর্গের মায়াজালে ঘেরা স্বর্গরাজ্য | Hills of Bangladesh | Mysterious Heaven on Earth
নিসর্গের লালনভূমি বাংলাদেশের একটি চমৎকার অংশজুড়ে রয়েছে নয়নাভিরাম পাহাড়। সবুজের সাম্রাজ্য ঘেরা ছোট ছোট পাহাড়ের পাশাপাশি কোনো কোনো পাহাড় ছুঁয়েছে আকাশের ক্যানভাস। সেখানে রয়েছে মেঘেদের রাজ্যপাঠ। কোথাও কোথাও একটি দুটি পাহাড় নয়, যেন এ প্রান্ত থেকে ও প্রান্তে বয়ে গেছে পাহাড়ের ঢেউ! এসব পাহাড়ে দেখা মেলে ভূমিরূপের ঐশ্বর্য আর বৈচিত্র্যময় জীবনধারা। আরো বৈচিত্র্যময় এখানকার উদ্ভিদ ও প্রাণী। কালের পরিক্রমায় এখানে তৈরি হয়েছে স্বতন্ত্র্য এক প্রতিবেশ ব্যবস্থা, যার অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। নানা রকমের গাছপালা, লতাগুল্ম আর বাঁশঝাড়ের ভেতর বন্যপ্রাণীরা খুঁজে নেয় তাদের নির্ভয় আশ্রয়। পাহাড়ঘেরা সবুজের আচ্ছাদনকে রঙের ছটায় ভরিয়ে তুলতে পিছিয়ে নেই পাখিরাও। রঙ বাহারি বিভিন্ন রকমের পাখির পাশাপাশি কোন কোন পাখি আছে যারা শুধু পাহাড়েই থাকে। কালোবাজ, পাহাড়ি নীলকান্ত, বড় বসন্ত, বেগুনী গলা মৌটুসী এমনই কিছু পাহাড়ী বনের পাখি। পাহাড়ের এমন নিবিড় বাসিন্দাদের মধ্যে আরো আছে হলুদ কাছিম বা পাহাড়ি কাছিম।
বন-পাহাড়ের সাথে কোথাও কোথাও দারুণ মিতালি পাতিয়েছে- নদী। পাহাড়ের প্রান্ত ছুঁয়ে তাদের নিত্য বয়ে চলা। আমাদের দেশে অনেক নদীরই সৃষ্টি হয়েছে পাহাড় ও পাহাড়ী ঝরণাকে কেন্দ্র করে। ঝিরি ঝিরি শব্দ তুলে পাহাড়ের বুক হতে নেমে আসা ঝরণা ও ছড়ার জল প্রাণের সুধা হয়ে রসদ জোগায় পাহাড়ের জনজীবন ও জীববৈচিত্র্যে।
মাঝে মাঝে দূর পাহাড়ের ভাঁজে উঁকি দেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এক রত্তি গ্রাম। ভূবৈচিত্র্যের মত এসব জনপদের বৈচিত্র্যও দুচোখ মেলে দেখার মতো। দেখতে দেখতে মনে হবে এগুলো শুধু পাহাড়ই নয়, যেন নিসর্গের মায়াজালে ঘেরা কিছু স্বপ্নীল স্বর্গরাজ্য !
To reach us:
Web: http://www.pojf.org
Phone: (+88 02) 9830376-80
E-mail: http://[email protected]
Facebook: / pojfoundation
Twitter: / prokritiojibon
#Prokriti_O_Jibon #Prokriti_Kotha
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: