ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৪। Digital Technology Class Eight.
Автор: ICT Tutor Nurul Islam
Загружено: 2024-01-05
Просмотров: 817
Описание:
#icttutornurulislam স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়। এটি আমরা আগেও জেনেছি । আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করার কিছু সহজ নিয়ম অনুশীলন করব। নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নিব
আমরা কঠিন কঠিন গাণিতিক সমাধানে পরবর্তীসময় ব্যবহার করতে পারব।
স্পিডশিট শেখার জন্য আমরা বহুল ব্যবহ্নত অ্যাপলিকেশন এক্সেল ব্যবহার করব। আমরা এক্সেল ব্যবহার করে কিছু যোগ, গুন, ভাগ বিয়োগ ইত্যাদি শিখব। আমরা এক্সেল ব্যবহার করব যোগ বিয়োগ গুণ ব্যবহার শিখব। এই কাজটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি তাই না ? তাহলে কেন এক্সেল ব্যবহার করা শিখব। কারণ একবার আমরা একবার ফর্মুলা ব্যবহার করলে একটি ফর্মুলা দিয়ে এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার গণনা করে ফেলতে পারি। ফর্মুলা কি আর একটু পরে জানবে প্রথমে আমরা একসাথে যোগ বিয়োগ গুন ভাগ কি চিহ্ন দিয়ে করা যায় তা দেখি।
যোগ করার জন্য সাধারণত আমরা + ব্যবহার করি।
বিয়োগ করার জন্য বিয়োগ - চিহ্ন ব্যবহার করি।
গুন করার জন্য কী বোর্ড থেকে * চিহ্ন ব্যবহার করতে পারি।
ভাগ করার জন্য ডিভাইডেড / চিহ্ন ব্যবহার করা হয়।
আমার এখানে কাল্পনিক ভাবে স্প্রেডশিট নিয়েছি। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাদের নাম । শিক্ষার্থীর উপস্থিতি সপ্তম শ্রেণীতে নাম এবং সপ্তম শ্রেণীতে তাদের উপস্থিতির সংখ্যা আমরা এরকম একটি সিট বানিয়ে নিতে পারি । এই শিটের উপর আমরা অনুশীলন করব। যোগ করার জন্য বি কলামের নিচে উপস্থিতি সংখ্যা ধরে আমরা সবগুলি একসাথে সিলেক্ট করতে হবে। এতে করে ১৭ জন শিক্ষার্থী মিলে তাদের মোট সংখ্যা বের হবে।
আমাদের মাউসের কার্সর ধরে বি কলামের করার সংখ্যা শেষ সংখ্যাকে সিলেক্ট করে ছেড়ে দিব।
হোম ট্যাপের অধিনে অটোসাম Auto sum এর পাশে এ্যারো চিহ্নে ক্লিক করতে হবে। কিছু নতুন ফিচার দেখা যাবে। এখানে sum এ ক্লিক করতে হবে। তাহলে মোট যোগ ফল সবার শেষে দেখাবে।
এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব।
১। প্রথমে কার্সর রাখব, তারপর আমার কী-বোর্ড “=” চিহ্ন চাপব।
২। ষষ্ঠ শ্রেণিতে ঐ শিক্ষার্থীর উপস্থিত যে সেলে আছে সেখানে কার্সর রেখে ক্লিক করব।
৩। ক্লিক করলে ঐ সেলের নামটি “=” চিহ্নের পাশে চলে আসবে।
৪। এবার আমরা কী-বোর্ড “+” চিহ্ন চাপব।
৫। তারপর আমরা ঐ শিক্ষার্থীর সপ্তম শ্রেণির উপস্থিত যে সেলে আছে সেটিতে ক্লিক করব। এতে করে এই সেলের নামটি “+” চিহ্নের পাশে চলে আসবে।
যোগ করার জন্যঃ =b2+d2
বিয়োগ করার জন্যঃ b2-d2
ভাগ করার জন্যঃ b2/d2
গুণ করার জন্যঃ b2*d2
Facebook Page: / icttutornurulislam
Facebook Group: / homeworkjomadei
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: