তিন মাসে শিং মাছকে দ্রুত বড় করার সহজ উপায়, 01303823622 ।
Автор: polashfishbd
Загружено: 2025-05-30
Просмотров: 14
Описание:
ভিউয়ার্স আপনারা যে সকল মাছ চাষী ভাই এরা দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী কিন্তু আপনারা কিভাবে চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করবেন এবং চাষ করতে গেলে প্রথমে আপনাকে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেই সমস্ত বিষয়গুলো এখনো অজানা ।সো আমরা ভিডিওতে এই চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা বলেছি এর বাইরে যে বিষয়গুলো রয়েছে শিং মাছ চাষ করতে হলে যে পুকুর প্রস্তুতি রয়েছে সেই বিষয়টি সম্পূর্ণ করে পুনা ছাড়ার পরবর্তী সময় থেকে পুনা বিক্রির পূর্ব পর্যন্ত সঠিকভাবে শিং মাছ গুলোকে পরিচর্যা করতে হবে শিং মাছের পরিমাণ অনুযায়ী মাছকে খাবার দিতে হবে এবং যে খাবারটি শিং মাছকে খাওয়াবেন চাষ কালীন সময়ে সেই ফিট খাবারটি অবশ্যই ভাসমান এবং প্রোটিন সমৃদ্ধ হতে হবে প্রতিনিয়ত শিং মাছের খাবার দেওয়ার ফলে শিং মাছের পুকুরের পানি একটা সময় নষ্ট হয়ে যেতে পারে কাজেই যদি সম্ভব হয় এক থেকে দেড় মাস অন্তর অন্তর 20 থেকে 30,% পানি পুকুর থেকে সরিয়ে ফেলুন এবং পরিষ্কার পানি পুকুরে প্রবেশ করান এক্ষেত্রে আপনার পুকুরের অক্সিজেন বৃদ্ধি পাবে ,মাছের খাবার খাওয়ার আগ্রহ বেড়ে যাবে ,এবং যার ফলে মাছের গ্রোথ পূর্বের তুলনায় আরো বেড়ে যাবে lসব সময় একটা বিষয় খেয়াল রাখবেন শিং মাছ চাষ করার সময়ে পুকুরের পরিবেশ যাতে কোনোভাবেই নষ্ট না হয়। পুকুরের পরিবেশ যদি ঠিক থাকে সে ক্ষেত্রে আপনি অবশ্যই একজন সফল চাষী হতে পারবেন আরো একটি বিষয় শিং মাছ চাষ করার সময় শিং মাছের যদি কোনো কারণবশত লেজ পচা ,পাখনা পচা ,পেট ফুলে যাওয়া ইত্যাদি এই সমস্ত রোগের কারণে ভাইরাস দেখা দেয় এবং পরবর্তীতে সেই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে কাজেই ভাইরাস পুকুরে হওয়ার পূর্বে থেকেই ভাইরাস নাশক ঔষধ হিসেবে বিভিন্ন কোম্পানির মেডিসিন ব্যবহার করতে পারেন 20 থেকে 25 দিন অন্তর অন্তর । শিং মাছের চাষ কালীন সময় কাল হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এবং এই পাঁচ থেকে ছয় মাস আপনাকে শিং মাছকে প্রত্যেকদিন দুই বেলা খাবার দিতে হবে সকালবেলা এবং সন্ধ্যা বা তার পরবর্তী সময়ে।
শিং মাছ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টির উপর সবচাইতে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে শিং মাছের পোনা। যখন আপনি চাষ করবেন তখন অবশ্যই গুণগত মানসম্পন্ন female পুনা পুকুরে চাষে দিতে হবে ।কেননা male মাছের চাইতে female মাছের গ্রোথ একই সময়ে দ্বিগুণ হয় l
ভিউয়ার্স আমি এইখানে যে পোনাগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলা গুণগত মানসম্পন্ন চাষের উপযোগী পুনা। আপনারা যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
অর্ডার করতে কল করুন,
মিঠুন রায়:01966348470 l
সনজিত রায়: 01303823622 ।
আমাদের ঠিকানা, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ ।
১/ দেশি শিং মাছের পোনা মজুদ কালীন করণীয় • শিং মাছের পোনা মজুদ কালীন করণীয় ,01966348... ।
২/ শিং মাছের রোগবালাই নিয়ন্ত্রণে করণীয় • শিং মাছের রোগ বালাই নিয়ন্ত্রণে করণীয় ,01... ।
৩/দেশি টেংরা মাছের চাষ কালীন ব্যবস্থাপনায় করণীয় • দেশি টেংরা মাছ চাষ কালীন ব্যবস্থাপনা ও করণ... ।
৪/ মাগুর মাছের রোগবালাই হওয়ার প্রধান কারণ ও তার প্রতিকার • মাগুর মাছের রোগবালাই হওয়ার প্রধান কারণ ও ... ।
৫/ গুলশা মাছের পুকুর প্রস্তুতির সঠিক নিয়ম ও চাষ পদ্ধতি • গুলশা মাছের পুকুর প্রস্তুতির সঠিক নিয়ম ও ...
#দেশীশিং
#শিংমাছেররেনু
#দেশিশিংমাছেরপোনা
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: