সোনাগাছির যৌনকর্মীদের খোলাখুলি যৌনব্যবসা | LIFE of KOLKATA SONAGACHI
Автор: MD. AMIRUL ISLAM
Загружено: 2018-10-02
Просмотров: 5138
Описание:
সোনাগাছির যৌনকর্মীদের জীবনযাপন
#WORLDWIDENEWS #kolkatasonagachiredlightarea
#sonagachi
ভারত তো বটেই, সেইসাথে গোটা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এই রেড-লাইট এলাকা সোনাগাছিতে কবে যে প্রথম ইতিহাস কথা বলতে শুরু করেছিল সে নিয়ে আজ নানা কাহিনী পাওয়া যায়। জেনে নেওয়া যাক তা।
সোনাগাছি এলাকায় আপনি যদি কখনও যান, রাস্তাঘাটে খানিক ঘুরে বেড়ান, তাহলে আপনার চোখে পড়তে পারে বেশ কিছু বাড়ির গায়ে লেখা আছে, ‘ইহা ভদ্রলোকের বাড়ি’। কেন হঠাৎ ওই বিশেষ এলাকাতে কিছু বাড়ির গায়ে আলাদা করে দেগে দেওয়ার প্রয়োজন হল ‘ভদ্রলোকের বাড়ি’ বলে? আসলে ‘ভদ্রলোকের বাড়ি’ বলে দেগে দেওয়ার প্রয়োজন তখনই হয়, যখন আপনার বাড়ির আশেপাশে ‘অ-ভদ্রলোকে’র বাড়ি থাকে। এই ‘অ-ভদ্রলোক’ আমরা কাকে বলছি? আমরা সকলেই জানি, সোনাগাছি জায়গাটা কিন্তু আসলে যে কারণে বিখ্যাত বা কুখ্যাত, তা হল এই এলাকায় রমরমিয়ে চলে যাকে বলে যৌন ব্যবসা, সেটা।
তাহলে সোনাগাছির ওই ‘ভদ্রলোকে’রা যা থেকে নিজেদের আলাদা করে রাখেন তা হল এই ‘যৌন ব্যবসা’, যাকে তাঁরা ‘অ-ভদ্রলোকে’র কাজ বলে মনে করেন। গোটা ভারতে প্রচুর যৌনকর্মী আছেন। যৌনতাকে নিয়ে ব্যবসা, বাজারে পয়সা দিয়ে তাকে স্বেচ্ছায় (অনেকক্ষেত্রেই, তবে কিছু ব্যতিক্রম তো নিঃসন্দেহে আছে) বিক্রি করার ইতিহাস কিন্তু বহু প্রাচীন। দেহব্যবসা সম্ভবত পৃথিবীর আদিমতম পেশাগুলোর মধ্যে একটাও বটে! ভারত তো বটেই, সেইসাথে গোটা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এই রেড-লাইট এলাকা সোনাগাছিতে কবে যে প্রথম ইতিহাস কথা বলতে শুরু করেছিল সে নিয়ে আজ নানা কাহিনী পাওয়া যায়।
সোনাগাছির প্রথম পথ চলা শুরু
তবে সোনাগাছির পথ চলা প্রথম শুরু হয়েছিল বোধহয় উনিশ শতকেই। গোটা ভারতকেই তখন আস্তে আস্তে দখল করার পথে এগোচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতা তখন ব্রিটিশরাজের নয়া রাজধানী। নতুন রাজ্য শাসন করার জন্য ইংল্যান্ড থেকে এসেছেন একদল তরুণ যুবা। তাদের বয়স কম, শরীরে তরুণ রক্ত। নতুন দেশে এসে তার জৌলুস দেখে তাঁদের তো চক্ষু চড়কগাছ। দেদার ধনদৌলতে শিগগিরই তাদের পকেট ভরে উঠতে লাগল। ফুর্তিতে মন দিলেন তাঁরা। বিবি-বাচ্ছা সবই তো এদিকে ইংল্যান্ডে। কী করবেন? অগত্যা এদেশী কালা নেটিভদের বিধবা মেয়েগুলোকে ধরে ধরে আনতে লাগলেন সোনাগাছিতে (তখনও অবশ্য সোনাগাছি ‘সোনাগাছি’ হয়নি)। কলকাতা শহরে বেশ্যাবৃত্তির বোধহয় সেই শুরু।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: