আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখুন!
Автор: Hokker Kafela
Загружено: 2025-12-10
Просмотров: 85
Описание:
অনেক মানুষকেই দেখবেন? আগে অনেক ভালো ছিল। এখন কেমন যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে৷ এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছিলেন।
অথচ সে হেদায়েতের উপর না থেকে গুনাহের দিকে ধাবিত হচ্ছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামীন দয়া মায়া করে যাকে হেদায়েত দান করলেন,সে যদি হেদায়েতের মূল্যায়ন না করে,নেক আমল না করে,হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না থাকে তখন সে গোমরাহ হয়ে যায়। পথভ্রষ্ট হয়ে যায়। কেয়ামত যতটা ঘনিয়ে আসবে ততই এটা বৃদ্ধি পেতে থাকবে।
তাইতো আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালা আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি কেউ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় সে যেন নেক আমল করার পাশাপাশি বেশি বেশি মহান রবের কাছে এই দোয়া করে رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ “রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, অহাব লানা মিল্লাদুন্কা রাহমাহ, ইন্নাকা আন্তাল অহহাব।”
হে আমাদের রব। হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পথ। আপনি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখুন। আপনার রহমত-এর ছায়ায় আমাদের রাখুন। নিশ্চয়ই আপনি বেহিসাব দানকারী।
কী চমৎকার দোয়া। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সুতরাং আমরা যদি হিদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে বেশি বেশি রবের ইবাদত করব এবং এই দোয়াটি বেশী বেশী পাঠ করব رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ “রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, অহাব লানা মিল্লাদুন্কা রাহমাহ, ইন্নাকা আন্তাল অহহাব।”
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: