খাঁকি ক্যাম্বেল হাঁস পালন অধিক লাভজনক।
Автор: কৃষি সাফল্য
Загружено: 2024-11-20
Просмотров: 178
Описание:
খাঁকি ক্যাম্বেল হাঁস পালন অধিক লাভজনক। #shorts
বিনা খরচে হাওরে খাকি ক্যাম্বেল হাঁস পালন।
হাঁস পালন। অল্প খরচে হাঁস পালনের উপায়।
খাকি ক্যাম্বেল হাঁসের পরিচিতি :থাকি ক্যাম্বল হাঁস বাংলাদেশের দেশি প্রজাতির একটি হাঁস, বাংলাদেশের বিভিন্ন গ্রাম ও শহরে এই হাঁস লালন-পালন হয়ে থাকে.
এই হাঁসগুলো সাদা কালো বাদামি এবং ধূসর বর্ণের হয়ে থাকে, একদিন বয়সের বাচ্চা ৯৫° ফারেনহাইট তাপমাত্রায় ১০ থেকে ১৫ দিন ব্রোটিং করতে হয়। বাংলাদেশের বিভিন্ন গ্রাম এবং হাওর অঞ্চলে এই হাঁস ব্যাপক পরিসরে লালনপালন হয়ে থাকে।
পাঁচ মাস বয়সে এই হাঁসগুলো ব্রিডিং এর উপযুক্ত হয়।
খাকি ক্যাম্বেল হাঁস দুই বছর ডিম দিয়ে থাকে। দেশের মাংসের চাহিদা এবং অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকে।
রোগ ব্যাধি :খাকি ক্যাম্বেল হাঁস মাত্র দুইটা রোগে আক্রান্ত হয়. ১,ডাক প্লেগ. ২,ডাক কলেরা. সময় মত টিকা প্রদান করলে খাকি ক্যাম্বেল হাঁসের তেমন কোন রোগ ব্যাধি হয় না.
কৃষি সাফল্য
কৃষি সাফল্য চ্যানেল বিভিন্ন কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে উপস্থাপন করে থাকে। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য সেটা হল কৃষক ও বেকারদের উৎসাহ প্রদান করা। যাতে তারা কর্মের মাধ্যমে বেকারত্ব দূর এবং সফল খামারি হতে পারে।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।
#duck
#হাঁস_পালন _পদ্ধতি
#হাসের_খামার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: