জাতীয় ইমাম ও খতীব সংস্থার১০ দফা দাবিজাতীয় নেতাদের সামনে জাতীয় প্রেস ক্লাবে।
Автор: Rajdarpon রাজদর্পণ
Загружено: 2025-12-13
Просмотров: 27
Описание:
জাতীয় ইমাম ও খতীব সংস্থার১০ দফা দাবি
জাতীয় নেতাদের সামনে জাতীয় প্রেস ক্লাবে।
তাং: ১৩/১২/২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াত ইসলামীর,সহকারি সেক্রেটারি জেনারেল,এবং খেলাফত আন্দোলনের, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ, ইসলামী ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর প্রমুখ
দাবিসমূহ :-
-১: জারীয় মানসম্মত বেতন কাঠামো ও সমতা নিশ্চিতকরণ। প্রতিটি ইমাম, খতিব ও মুয়াজ্যিনের জন্য জাতীয়ভাবে একীভূত বেরন কাঠামো প্রণয়ন করতে হবে এবং এটিকে ন্যূনতম জাতীয় বেতন স্কেলের সাথে সমান মর্যাদা নিতে হবে।
২: সুদযুক্ত আবাসন ঋণ (হাউজিং সাপোর্ট)। ইমাম-খতিবদের আবাসন সংকট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদযুক্ত গৃহঋণ চালু করতে হবে।
-৩: মসজিদের ইউটিলিটি বিল হ্রাস। বিদ্যুৎ-পানি-গ্যাসকে "ধর্মীয় স্থাপনা” ক্যাটাগরি ঘোষণা করে বিশেষ ছাড় ও বিল কমানোর বাবস্থা। নিতে হবে।
-৪: বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান। ইমাম-খতিব এবং তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন করতে হবে।
দাবি-৫: সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার নিশ্চিত। শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক নিরাপত্তাসহ সকল রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম, খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে "প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি" হিসেবে ঘোষণা করতে হবে।
দাবি-৬: জাতীয় ইমাম ডাটাবেস তৈরি। ইমাম-খতিবদের যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডাটাবেস তৈরি করতে হবে।
দাবি-৭: ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন প্রণয়ন। ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের ওপর হুমকি, লাঞ্ছনা ও সহিংসতা রোধে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করতে হবে।
দাবি-৮: জাতীয় শুরা বোর্ড গঠন। ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্য বিরোধ সমাধান ও সমাজ শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শুরা বোর্ড গঠন করতে হবে।
দাবি-৯ং দরিদ্র ও প্রবীণ ইমামদের জন্য বিনামূল্যে হজ সুবিধা। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম-খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ করতে হবে।
দাবি-১০: মিথ্যা মামলা ও হয়রানি থেকে ইমামদের আইনি সুরক্ষা। ধর্মীয় বক্তব্য বা সমাজকল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম-খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: