দিনাজপুর জেলার বোচাগঞ্জ রানিরঘাট মোড়ে অবস্থিত ভাবির হোটেলের হাঁসের মাংস সুস্বাদে বিখ্যাত।
Автор: চোখ রাখুন গ্রাম বাংলার খবরে
Загружено: 2025-01-05
Просмотров: 79
Описание: দিনাজপুর জেলার বিখ্যাত সুনামধন্য ভাবির হোটেল,যা সারা বাংলাদেশে পরিচিত পেয়েছে এই ভাবির হোটেলের হাঁসের মাংস,দিনাজপুর জেলার ৫ নং ছাতইল ইউনিয়নের রানীগঞ্জ মোড়ে অবস্থিত এই ভাবির হোটেল,বিভিন্ন জেলা থেকে ভজন কারী ব্যক্তিরা ছুটে আসে এই ভাবির হোটেলে। এখানে ছয়টি ভাবির হোটেল রয়েছে,ভাবিরা সবাই নিজেরাই রান্না করেন হাঁসের মাংস দেশি মুরগি তিশির ভর্তা মাছের ভর্তা শাকসবজি রয়েছে,তবে বোচাগঞ্জ রানীর মোড় ভাবির হোটেল নামে পরিচিতি পেয়েছেন ওই এলাকাটি,স্থানীয়রা বলেন আমাদের এলাকাটি ভাবির হোটেল নামে পরিচিতি লাভ করেছে,দূরদূরান্ত থেকে ভজন কারি প্রেমিরা এসে হাঁসের মাংস দিয়ে ভাবির হোটেলে ভাত খায় তাতে তৃপ্তি পায় ভজন কারী প্রেমিরা।এলাকার মানুষেরা বলেন ভাবির হোটেলের হাঁসের মাংস আলাদা সুস্বাদ রয়েছে,তবে অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে বেশি ভজন কারীরা ভিড় জমান হাঁসের মাংস ভাত খাওয়ার জন্য। ভাবিরা বলেন অন্যান্য দিনের চেয়ে আমাদের শুক্রবারে বেশি হাঁস রান্না করতে হয়,নাড়াবাড়ির হাট থেকে সোজা পশ্চিমে গ্রামের মেঠো পথের রাস্তা দিয়ে যেতে হয় ভাবির হোটেলে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: