ইজরায়েলে গবেষণার কাজে গিয়ে আটকে ভারতীয় বিজ্ঞানী, উৎকণ্ঠায় পরিবার
Автор: Daily Ekdin
Загружено: 2025-06-18
Просмотров: 18
Описание:
#news #kolkata #westbengal #ijrail
টানা ছয়দিন ধরে চলছে -ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ। দুই দেশ থেকে পরস্পরের দিকে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল, ড্রোন। দু'দেশের মধ্যে সংঘাতের জেরে উভয় দেশেই আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, সেন্ট্রাল ইজরায়েলের রেহবতে এগ্রিকালচার নিয়ে রিসার্চের জন্য রয়েছেন খড়দার রহড়ার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায়। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন রহড়ার মুখোপাধ্যায় পরিবার। যদিও দিব্য দু'বেলা বাড়িতে ফোন করায় কিছুটা স্বস্তিতে মুখোপাধ্যায় পরিবার। দিব্যর পরিবার চাইছেন, এবার উভয় দেশের মধ্যে যুদ্ধ থেমে যাক। যাতে কারও আর প্রাণহানি না হয়। দিব্যর বাবা সুধাময় মুখোপাধ্যায় জানান, ছেলে জানিয়েছে চিন্তার কিছুই নেই। ইরান আক্রমণ করলেই তাদের মোবাইলে এলার্ম বেজে উঠছে। তখন তাঁরা সঙ্গে সঙ্গেই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। আর আক্রমণ শেষ হয়ে গেলে তাঁরা ফের নিজেদের জায়গায় ফিরে আসছে। সুধাময় বাবু আরও জানান, গবেষণার কাজ শেষ করে ছেলে দেশে ফিরবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: