শিশুকে ঘন ঘন নেবুলাইজার বা গ্যাস দেয়া কি নিরাপদ?
Автор: Dr.Tamanna Ferdous Nomy
Загружено: 2025-11-15
Просмотров: 2970
Описание:
🔹️শিশুকে ঘন ঘন নেবুলাইজার বা গ্যাস দিলে কি কোন সমস্যা হবে❓️
➡️এটা নির্ভর করছে কি ওষুধ দিয়ে nebulize করা হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে, তার ওপর।
◾️◾️ ১. Saline (0.9% Normal Saline) দিয়ে Nebulizer:
✅️দিনে ২–৩ বারও দেওয়া নিরাপদ।
✅️️এটি নাক–ফুসফুসের শুষ্কভাব কমায় এবং কফ সহজে বের হতে সাহায্য করে।
✅️সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
◾️◾️২. Salbutamol / Ventolin / Windel plus দিয়ে Nebulizer:
✅️এগুলো ব্রংকোডাইলেটর (শ্বাসনালী খুলে দেয়)।
❌️ডাক্তারের পরামর্শ ছাড়া ঘন ঘন দেওয়া ঠিক নয়।
🔸️ ঘন ঘন দিলে যে সমস্যাগুলো হতে পারে:
⛔️হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
⛔️হাত কাঁপা বা শিশু অস্থির হওয়া।
⛔️মাথা ঘোরা।
⛔️বমি বমি ভাব।
⛔️বারবার দিলে ওষুধের কার্যকারিতা কমে যাওয়া।
➡️ সাধারণত দিনে ২–3 বার ডাক্তার পরামর্শে।
◾️◾️ ৩. Budesonide/Buicort (steroid) দিয়ে Nebulizer:
❌️এটি স্টেরয়েড—ঘন ঘন দিলে চলবে না।
🔸️অতিরিক্ত ব্যবহারে:
⛔️মুখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।
⛔️রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া (দীর্ঘদিন ব্যবহার করলে)।
⛔️হালকা হরমোনাল প্রভাব (দীর্ঘমেয়াদি)।
🔸️কখন Nebulizer দিতে হয়❓️
✅️শিশু হাঁপানি/অ্যাজমা
✅️ব্রংকিওলাইটিস
✅️অতিরিক্ত কাশি
✅️শ্বাসকষ্ট
এগুলো হলে নিজের সিদ্ধান্তে নয়, একজন শিশুরোগ বিশেষজ্ঞের রিভিউ প্রয়োজন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: