Thyrox 50 tablet। Thyrox 50 এর কাজ কি। থাইরক্স ৫০ ট্যাবলেট এর কাজ কি। Thyrox 50 tablet এর কাজ কি
Автор: medicine 360-4
Загружено: 2025-05-17
Просмотров: 222
Описание:
থাইরক্স ৫০এম সি জি ট্যাবলেট (Thyrox 50Mcg Tablet) শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: প্রারম্ভিক মাত্রা: ২৫থেকে৫০ মাইক্রোগ্রাম প্রতিদিন। ৬থেকে৮ সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী মাত্রা বাড়াতে হবে। প্রাইমারী হাইপোথাইরয়েডিজমের রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে টিএএসএইচ এর পরিমান স্বাভাবিক হওয়া পর্যন্ত লিভোথাইরক্সিন সোডিয়ামের মাত্র ১২.৫থেকে২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত বাড়ানো যায়। মারাত্মক হাইপোথাইরয়েডিজমের রোগীর ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা: ১২.৫থেকে ২৫ মাইক্রোগ্রাম প্রতিদিন। রক্তে টিএসএইচ এর পরিমান স্বাভাবিক হওয়া পযন্ত প্রতি ২থেকে৪ সপ্তাহ পর পর দৈনিক ২৫ মাইক্রোগ্রাম হারে মাত্রা বাড়াতে হবে। সেকেন্ডারী (পিটুইটারী) অথবা টারসিয়ারী (হাইপোথ্যালাাামিক) হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে: রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে ফ্রি টি৪- এর পরিমান পূর্বের স্বাভাবিক সীমায় আনা পর্যন্ত লিভোথাইরক্সিন সোডিয়ামের মাত্রা সমন্বয় করতে হবে। ৫০ বছরের অধিক বয়স্ক রোগী অথবা হৃদরোগীর ক্ষেত্রে: দৈনিক ১.৭ মাইক্রোগ্রাম প্রতি কেজি ওজন হিসেবে। শিশুদের ক্ষেত্রে (নবজাতক): অনুমোদিত প্রারম্ভিক মাত্রা দৈনিক ১০থেকে১৫ মাইক্রোগ্রাম প্রতি কেজি হিসেবে। কার্ডিয়াক ফেইলরের ঝুঁকি আছে এমন শিশুর ক্ষেত্রে কম মাত্রায় ওষুধ শুরু করতে হবে। চিকিৎসা এবং ল্যাবরেটরী পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তীতে ৪থেকে৬ সপ্তাহের মধ্যে মাত্রা বাড়াতে হবে। রক্তে টি৪ এর ঘনত্ব খুব কম (a৫ মাইক্রোগ্রাম/ডেসিলিটার) বা নিরুপনের অযোগ্য হলে লিভোথাইরক্সিনের প্রারম্ভিক মাত্রা হবে দৈনিক ৫০ মাইক্রোগ্রাম।সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে: দীর্ঘস্থায়ী বা মারাত্মক হাইপোথাইরয়েডিজমের শিশুদের জন্য প্রারম্ভিক মাত্রা দৈনিক ২৫ মাইক্রোগ্রাম। প্রত্যাশিত ফলাফল না পাওয়া পর্যন্ত প্রতি ২থেকে৪ সপ্তাহ পরপর ২৫ মাইক্রোগ্রাম হারে বাড়াতে হবে। বড় শিশুদের হাইপারএ্যাকটিভিটির উপসর্গ কমানোর জন্য স্বাভাবিক মাত্রার এক চতুর্থাংশ হিসেবে শুরু করতে হবে। পরবর্তীতে স্বাভাবিক পূর্ণ মাত্রা আসা পর্যন্ত প্রতি সপ্তাহে স্বাভাবিক মাত্রার এক চতুর্থাংশ হিসেবে মাত্রা বাড়াতে হবে। প্রতি কেজি ওজন হিসেবে দৈনিক মাত্রা- ০থেকে৩ মাস: দৈনিক ১০থেকে১৫ মাইক্রোগ্রাম/কেজি ৩থেকে৬ মাস: দৈনিক ৮থেকে১০ মাইক্রেগ্রাম/কেজি ৬থেকে১২ মাস: দৈনিক
স্বাস্থ্য ও ঔষুধ নির্দেশীকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন।
আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন
আরও স্বাস্থ্য ও ঔষুধ নির্দেশীকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন
আমার ইউটিউব চ্যানেল টি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন
Thyrox 50 tablet। Thyrox 50 এর কাজ কি। থাইরক্স ৫০ ট্যাবলেট এর কাজ কি। Thyrox 50 tablet এর কাজ কি। Thyrox 50 কিসের ঔষধ। Thyrox tablet এর কাজ কি। Thyrox 50। থাইরক্স ৫০ । থাইরক্স কিসের ঔষধ। থাইরক্স ৫০ ট্যাবলেট এর কার্যকারিতা কি। থাইরক্স ট্যাবলেট কিসের জন্য খায়। থাইরক্স এর উপকারিতা কি। Thyrox 50 এর ডোজ কি। থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম কি। থাইরক্স ৫০ এর সেবন মাত্রা কি। Thyrox 50 এর খাওয়ার নিয়ম। Thyrox 50 tablet এর ডোজ কি। Thyrox 50 for bangla। Thyrox tablet for bangla
থাইরক্স ৫০এম সি জি ট্যাবলেট (Thyrox 50Mcg Tablet) শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে ।
1. থাইরক্স ট্যাবলেট
2. থাইরক্স ট্যাবলেট এর কাজ কি
3. থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
Disclaimer ::👇
যেকোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার দাক্তারের পরামর্শ অনুযায়ি সেবন করবেন🙏
সতর্কতা,
যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা,মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরী করা হয়। সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ি থাকবেনা।:
এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে। এই ভিডিও গুলির সাথে যুক্ত কোনও তথ্য সৌন্দর্য, খাদ্য, এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার (লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার) দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না। চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে। অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনও ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বা ত্বকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: