Dhoom Machale - Full Song - Dhoom | Esha Deol
Автор: অজানা বিকেল শুধুই স্বপ্ন
Загружено: 2024-05-18
Просмотров: 1420
Описание:
#Full Synopsis: #গল্প শুরু হয় #মুম্বাই থেকে যেখানে একদল অত্যাধুনিক চোর শহরের মাঝ দিয়ে ছুটে চলে যাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্টের চোখে দুঃস্বপ্ন দিয়ে। তারা ঝড়ের মত আসে, সবকিছু লুটে তাদের হাই-টেক বাইক নিয়ে মুহুর্তে অদৃশ্য হয়ে যায়।
#অফিসার জয় দীক্ষিত (অভিষেক বচ্চন)কে এই কেসের জন্য নিয়ে আসা হয়। খুব তাড়াতাড়িই সে ডাকাতদের চিহ্ন ধরে অনুসরণ শুরু করে-যে দলের প্রধান কবীর (জন আব্রাহাম), অ্যাটিচিউড সমন্বিত একজন নির্ভুল শয়তান ব্যক্তি। জয়, আলি (উদয় চোপড়া)র সার্ভিসের কাছে যায়, আলি হ্যাপি-গো-লাকি গ্যারেজের মেকানিক আর একজন বিষ্ময়কর বাইক চালক। এই দুই অনিচ্ছুক ব্যক্তির জুটি জোড় করে তৈরি হয়, আর খুব তাড়াতাড়ি জয় #বুঝতে পারে এই জোকারটা বাইক ঝড়ের মত চালাতে পারে। জয়-আলির দলের কাছে কবীর তাড়াতাড়িই ধরা পরে আর তার স্বভাবসিদ্ধ ঔদ্ধত্যের জন্য সে সরাসরি চ্যালেঞ্জ জানায়। মুম্বাইয়ের রাস্তা থেকে এই দাবার খেলা চলে যায় সূর্যের উত্তাপ ছুঁয়ে যাওয়া মনমুগ্ধকর গোয়ায়। এবার শুরু শিকারের সন্ধান...যেখানে শিকারি নিজেই কখনো কখনো শিকার হয়ে যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: