কে কাকে রক্ত দিতে পারে | ব্লাড গ্রুপ নির্ণয়| Blood Group || HSC | Admission
Автор: Osmium Academy
Загружено: 2022-12-14
Просмотров: 428
Описание:
💉 মেডিকেল এক্সাম ব্যাচ 💉
আসসালামু আলাইকুম। ২০২২-২৩ সেশনে মেডিকেল ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছো তোমাদের সকলকে 'অসমিয়াম' পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের মেডিকেল পরীক্ষা ২০২৩ সালের মার্চ/এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে তোমাকে জায়গা করে নিতে হবে। সেই লক্ষ্যে তোমাদের স্বপ্ন এবং কঠোর পরিশ্রমকে এগিয়ে নিয়ে যেতে 'অসমিয়াম' পরিবারের পক্ষ থেকে ফ্রি এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি।
💊 Batch- Nucleus ( নিউক্লিয়াস)
💊 কোর্স কারিকুলাম-
🔰 সর্বমোট ৮৫+ এক্সাম।
🔰 অধ্যায়ভিত্তিক - ৫৫ টি
🔰 পেপার ফাইনাল - ১০ টি
🔰 সাবজেক্ট ফাইনাল- ১০ টি
🔰 ফাইনাল মডেল টেস্ট- ১০ টি
🔰 দাগানো বইয়ের পিডিএফ প্রদান।
🔰 জিকে এবং ইংরেজি বইয়ের পিডিএফ।
🔰 গুরুত্বপূর্ণ সাজেশন।
🔰 গুরুত্বপূর্ণ রেকর্ড ক্লাস প্রদান।
💊 আমাদের লক্ষ্য -
◾মেডিকেল ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটি বই ২-৩ বার শেষ করা।
◾ মেডিকেলে প্রতিবছর আসে এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া।
◾এক্সামে কম নম্বর প্রাপ্ত স্টুডেনসদের প্রাইভেট ডিসকাশনের মাধ্যমে তাদের প্রিপারেশন ইমপ্রুভ করা।
◾প্রত্যেকের ভর্তি প্রস্তুতি বিষয়ক যেকোনো সমস্যার সমাধান করে দেওয়া।
◾ প্রতিটি এক্সামের মেধাতালিকা প্রকাশ।
◾ মেডিকেলে যদি কেউ দূর্ভাগ্যবশত চান্স না পায়। তাদেরকে নিয়ে ভার্সিটি এডমিশন পর্যন্ত পথ চলা।
📌Trial exam : মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন - http://testmoz.com/12185830
💊 কোর্স ফি: ফ্রি
💊 এক্সাম শুরু: ১৫ ডিসেম্বর, ২০২২
🔴🔴 ফাইনাল মডেল টেস্ট বিজয়ীর জন্য থাকবে ৫০০০/= প্রাইজ মানি 🔴🔴
আর দেরি না করে তোমার প্রস্তুতি শুরু করে দাও। যতো বেশি এক্সাম দিবে তুমি ততই বেশি আত্মবিশ্বাস পাবে। যেটা মেডিকেল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বেশি এক্সাম প্র্যাক্টিস করে তুমি পরীক্ষার হলে গিয়ে হাইপারটেনশনে ভুগবে না। তাই দ্রুত আমাদের প্রোগ্রামে যুক্ত হয়ে যাও। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের জন্য।
তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা আমাকে ইনবক্স করো। আমি ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন করিয়ে দিবো। তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করে দাও। ইনশাআল্লাহ তোমরাই হবে আগামীদিনের ডাক্তার।
#medical #admission #osmium #second_timer #first_timer #varsity
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: