আমি মদীনার পাগল!! নতুন বাংলা গজল!! Arman ksa!! Viral Islamic nasheed song
Автор: Arman KSA
Загружено: 2025-10-08
Просмотров: 769
Описание:
#foryou #trending #viral #music #gojol
@HolyTunebdofficial @sheikhahmadullahofficial @alafasy
আমি মদীনার পাগল!! নতুন বাংলা গজল!! Arman ksa!! Viral Islamic nasheed song
lyrics :
🌿 গজল: মদীনার পাগল
(কোরাস)
আমি মদীনার পাগল, মদীনার ধূলায় ঘুমাবো,
নবীর প্রেমে কাঁদি আমি, সেই প্রেমে হারাবো।।
---
১ম স্তবক
চোখে দেখি স্বপ্ন মদিনা, হৃদয় যায় ছুটে ওখানে,
রাসূলের রওজা চিন্তা করলে, অশ্রু নামে নয়নে।
নাম ধরে ডাকে মন, “ইয়া নবী, ইয়া হাবীব আল্লাহ”,
সেই প্রেমে দগ্ধ প্রাণ, ভুলে যাই দুনিয়া সবই।।
(কোরাস)
আমি মদীনার পাগল, মদীনার ধূলায় ঘুমাবো,
নবীর প্রেমে কাঁদি আমি, সেই প্রেমে হারাবো।।
---
২য় স্তবক
সবাই যদি হাসে দেখে, বলে “ও পাগল মানুষটা”,
তবু আমি খুশি হবো, প্রেমে নবীর ভিক্ষাটা।
রওজার পাশে বসে কাঁদি, “ইয়া রসূল, দাও দয়া”,
এই পাগলের চাওয়া শুধু, তোমার প্রেমের ছায়া।।
(কোরাস)
আমি মদীনার পাগল, মদীনার ধূলায় ঘুমাবো,
নবীর প্রেমে কাঁদি আমি, সেই প্রেমে হারাবো।।
---
৩য় স্তবক
যেদিন ডাকবে নবী আমার, “আমার উম্মত এসো”,
সেই দিনে এই পাগল হৃদয়, হেসে কাঁদবে বেশো।
দুনিয়া কিছু চায় না আর, শুধু মদীনা আমার ঘর,
রাসূলের চরণতলে, রাখি প্রাণ বারবার।।
(কোরাস)
আমি মদীনার পাগল, মদীনার ধূলায় ঘুমাবো,
নবীর প্রেমে কাঁদি আমি, সেই প্রেমে হারাবো।।
---
৪র্থ স্তবক (নতুন)
রাতে জেগে কাঁদি আমি, নবীর নামের সুরে,
স্বপ্ন দেখি রওজা মোবারক, চাঁদের আলো নূরে।
এই হৃদয় শুধু চায়, নবীর প্রেমের ছোঁয়া,
যতদিন বাঁচি পৃথিবীতে, ও নামেই থাকুক দোয়া।।
(শেষ কোরাস)
আমি মদীনার পাগল, নবীর দরজায় যাবো,
সেই প্রেমে কাঁদি রোজ, নবীরই নাম ধরবো।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: