দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেফতার নুরুল হক নুর।। অবশেষে দেশে ফিরলেন ভিপি নূর।।
Автор: J tv News
Загружено: 2023-01-11
Просмотров: 1473
Описание:
দেশে ফিরেই গ্রেফতার নুরুল হক নুর।। অবশেষে দেশে ফিরলেন ভিপি নূর।।
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।ইমিগ্রেশন শেষে দুপুর সাড়ে ১২টায় এয়ারপোর্ট থেকে বের হন নুরুল হক নুর। এ সময় কয়েকশ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। এরপর নুর বাসার উদ্দেশে রওনা দেন বলে জানান গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।
#ভিপি_নুরুল_হক_নুর #banglanews #todaynews
ঢাকা : সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন।
গত ডিসেম্বরের শেষে কাতার যান নুর। সেখান থেকে দুবাই হয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। তবে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট’ মেন্দি সাফাদির সঙ্গে তার বৈঠকের একটি খবর ও ছবি ছড়িয়ে পড়ে। যদিও গণ অধিকার পরিষদ এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করে। তারা মেন্দি সাফাদির সঙ্গে নুরের ছবি ‘ফটোশপ’ বলে দাবি করে।
এ ব্যাপারে ভিপি নুর জানিয়েছেন, তাকে কোন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি। তবে, তাকে হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে মোসাদের সাথে যে যোগসাজশের প্রশ্ন উঠেছে তা নিয়ে বলেন, তাকে দেশ আসতে না দেয়ার জন্য এই যোগসাজশ করা হয়েছে।
অপর দিকে এ বৈঠক হয়েছে দাবি করে ইতিমধ্যে নুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলার আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে আবু হানিফ বলেন, বৈঠকের খবর সম্পূর্ণ ভুয়া এবং সরকারের চক্রান্ত। এসব চক্রান্তকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
সোনালীনিউজ/এমটিআই
J tv New চ্যানেলে আমরা দেশ বিদেশের নিত্য নতুন খবরা খবর প্রকাশ ও প্রচারনা করে থাকি। আমাদের J tv News চ্যানেলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার এবং ন্যায়ের পক্ষে কথা বলা। আমরা বিভিন্ন প্রতিবেদন যাচাই এবং বাচাই করে তার মধ্য থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে খবর প্রচার করে থাকি। তাই আপনি সব ধরনের খবর সবার আগে পেতে J tv News চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ।
------------------ ❤️Thank You❤️--------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: