Boba Tunnel - Lyrics - Chotushkone (2014) - Anupam Roy
Автор: Md. Amir Hamza
Загружено: 2018-04-20
Просмотров: 292
Описание:
Song Name : বোবা টানেল (Boba Tunnel)
Movie Name : Chotushkone - চতুষ্কোণ (2014)
Composer : Anupam Roy
Lyricist : Anupam Roy
Lyrics of the Song (গানের কথা):
ফিরে গেছে কত,
বোবা টানেল-এর গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে,
সারাটাদিন জুড়ে তুমি আনাগোনা করেছ
সেই সুরে তার রং লেগে আছে, অবুঝের পেন্সিল
ভালবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয়, কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝরাতে
আমি তোমার কথা বলব কাকে?
হেটে গেছি আমি,
আয়ুরেখা ধরে সারা দিতে এত
দেরী হয়ে গেল বলে,
জন্ম-মৃত্যু ভেঙ্গে ভোর বেলা তুমি,
আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এস
প্রতি চুম্বনে স্থির
কখন নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিঁড়ে খেল জোনাকি।
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয় কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝ রাতে
আমি তোমার কথা বলব কাকে...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: