পাখির ঠান্ডা লাগলে করনীয় | বাজরিগার পাখি পালন | Budgerigar Pakhi Palon| Budgie Catch cold Treatment
Автор: grow life
Загружено: 2021-11-17
Просмотров: 124099
Описание:
পাখির ঠান্ডার চিকিৎসা| বাজরিগার পাখি পালন | Budgerigar Pakhi Palon| Budgie Catch cold Treatment
পাখির ঠান্ডা লাগা!
আসছে শীতকাল আর এই শীতে পাখির ঠান্ডা লাগা টা খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু এই সাধারন রোগটার চিকিৎসা করতে না পারলে অনেকের পাখি ঠান্ডার প্রভাবে মারা যায়। গ্ৰো লাইফের আজকের এপিসোডে থাকছে বাজরিগার লাভ বার্ড জাভা থিমস বা যে কোন পাখির ঠান্ডা লাগলে এদের চিকিৎসা পদ্ধতি। আজকের ভিডিওতে আমি একই সাথে পাখির ঠান্ডা লাগার ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আপনাদের দেখাবো। এবং সাথে পাখির ঠান্ডা লাগার জন্য কি কি রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হয় সবকিছু বিস্তারিত ভাবে বলবো। তাই বাজরিগার পাখি পালনে বিষয়ক এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
ঠান্ডা লাগার কারনঃ
হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে, হঠাৎ বৃষ্টি হলে, বাতাসের আদ্রতার প্রমান বেরে গেলে, মোল্টিং বা পালক বদলানোর সময় বা পাখিকে সারাসরি বাতাসের স্পর্শে রাখলে।
লক্ষনঃ
পাখির ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে ও মাথা নাড়াতে থাকে এবং খুব জোরে মাথা নাড়ানোর সাথে সাথে নাক দিয়ে জলের মত সর্দি বেরতে থাকে। যেহেতু এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায় সেজন্য মুখ দিয়ে শ্বাস নেয়। চোখের উপর ও নিচের পাতা হুলে যেতে পারে, চোখের ভিতর পানি চলে আসে, চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে। খাবার প্রতি পাখির আগ্রহ কমে যায়।
চিকিৎসাঃ
যে পাখির ঠান্ডা লেগেছে তাকে বাল্বের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে, জতক্ষন তার ঠান্দা লাগার উপসর্গগুলো দূর না হয় (তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের জাতে কম না হয়)। পাখিকে হাল্কা কুসুম গরম পানিতে মাল্টিভিটামিন এবং মধু দেয়া যেতে পারে। এছাড়া কিছু এন্টিবায়টিক ঠান্ডার জন্য দেয়া যেতে পারে যেমন- Enrofloxacin, Doxycycline 10%, Ciprofloxacin এই এন্টিবায়টিক গুলোর যে কোন একটি হাল্কা কুসুম গরম পানির সাথে (প্রতি ১ লিটারে ১ গ্রাম) মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: