বাউল সাধক লালন সাঁইর জীবনী | Fakir Lalon Shah Life Story
Автор: Bio chobi - বায়ো ছবি
Загружено: 2022-05-09
Просмотров: 20893
Описание: লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। বাউল সম্রাট লালন ফকির যিনি তার বিখ্যাত সব বাউল গানের মাধ্যমে মানবতার বাণী প্রচার করেছেন। বিখ্যাত এই বাঙালি বাউল সাধক ছিলেন একাধারে বাউল, সংগীতজ্ঞ, সমাজ সংস্কারক, দার্শনিক ও মানবতার প্রচারক, তার সমাজ দর্শন তার গানের মাধ্যমে তিনি সবার কাছে গেয়ে গেছেন। লালন ফকিরের জন্ম স্থান, জীবন ও পরিবার সম্পর্কে কোন নির্ভরযোগ্য তথ্য সূত্র পাওয়া যায়নি লালন নিজেও তার এই ব্যাক্তিগত তথ্য তার কোন অনুগামীকে জানাননি। তার রচিত ২৮৮ টি গানকেই তার জীবনের উপর গবেষণার তথ্য সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তার গানের মাধ্যমে তিনি সকলের কাছে একজন ফকির লালন নামেই প্রচার পেয়েছিলেন তিনি তার বেশ কিছু গানে নিজেকে ফকির লালন নামেই উল্লেখ করেন। তার জীবনের উপর বিভিন্ন সময় সেই সময়কার বিভিন্ন বাংলা পত্রিকায় তার জন্ম ও পারিবারিক পরিচয়ের সূত্র প্রকাশ করা হয়েছে কিন্তু তার কোনোটাই সঠিক প্রমানের এভাবে সঠিক বলে বিবেচিত হয়নি। তার জীবন পরিচয় তিনি কাউকে বলে যাননি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: