প্রতিবন্ধী যুবকের মৃত্যু / ভেজাল কোমল পানীয় সহ একজন আটক / কোভিট-১৯ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
Автор: CBC Bangla
Загружено: 2020-09-01
Просмотров: 30
Описание:
ঝিনাইদহের কালীগঞ্জ চিত্রা নদীতে ডুবে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে মানসিক প্রতিবন্ধী সৌখিন মন্ডল, গ্রামের চিত্রা নদীর ব্রীজের উপর বসে ছিল। অসতর্কতায় সে নদীতে পড়ে যায়। এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভীসের সদস্যরা প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
####
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর কুলবাগান থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয়সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরির্দশক পিয়ার উদ্দিন, এসআই মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এস আই মাহফুজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোররাতে সেখানে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানী সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করা হয় । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
####
ঝিনাইদহে কোভিট-১৯ সংক্রান্ত জেলা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ,সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা, করোনার সংক্রামন রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করেন।
#CBC_Bangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: