খিলখেতে ফাতেমা ইসলামের ছাদকৃষি। পর্ব ০১। Hm Jubayer Hossain। channel Jubayer blogs
Автор: HmJubayer official
Загружено: 2021-01-24
Просмотров: 2033
Описание: খিলখেতের ফাতেমা ইসলামের ছাদকৃষি ======================== আমি ঢাকার খিলখেত এলাকার বাসিন্দা। সেই বাল্যবেলা থেকে এই এলাকার পরিবর্তনগুলো দেখছি। এখন খিলখেত পাল্টে যাওয়া এক নাগরিক ক্ষেত্র। ঢাকার অন্যসব এলাকার মতোই এখানেও এখন অট্টালিকার পর অট্টালিকা। নামই বলে দেয়, একসময় খিলখেত এক গ্রাম ছিল। এখন তার কোনো চিহ্ন নেই। আমার বাসার ছাদ থেকে এখন যেদিকে তাকাই, অট্টালিকাই চোখে পড়ে। শুধু ভালো লাগে একটি বিষয়ে। দিনে দিনে এই অট্টালিকার ওপরের স্তরগুলো সবুজ হয়ে উঠছে। ছাদকৃষি এখন দারুণ এক নেশা। আর এই করোনাকালে যারা অখ- অবসর পেয়েছেন তারা মনের আনন্দে সম্প্রসারণ করেছেন ছাদের কৃষি আয়োজন। খিলখেত এর ফাতেমা ইসলাম এই করোনায় ছাদকৃষি সম্প্রসারণ করেছেন। তিনি অনেকদিন ধরেই ছাদকৃষি করছেন। তবে এখন তার এই উদ্যোগ আরো জোরালো হয়েছে। বলছেন, ছাদকৃষি তার ভালো থাকার অন্যতম এক অনুষঙ্গ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: