🌍 পৃথিবী আল্লাহর নেয়ামত: বিচরণ, আহার ও প্রত্যাবর্তনের পথ | Teachable World
Автор: Teachable World
Загружено: 2025-05-21
Просмотров: 80
Описание:
বর্ণনা:
আল্লাহ তা'য়ালা আমাদের জন্য এই পৃথিবীকে সহজ করে দিয়েছেন—চলার, বাস করার ও জীবিকা উপার্জনের উপযোগী। আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীর উপর বিচরণ করে হালাল রিজিক অন্বেষণ করা এবং সর্বদা স্মরণ রাখা, আমাদের ফিরে যেতে হবে তাঁর দিকেই।
ব্যাখ্যা:
এই আয়াতটি মানুষকে কর্মে উৎসাহিত করে। আল্লাহ বলেন, “তিনি পৃথিবীকে সুগম করেছেন”, অর্থাৎ পাহাড়, নদী, সমতল ও সমুদ্র এমনভাবে সৃষ্টি করেছেন যেন মানুষ তা ব্যবহার করে জীবিকা অর্জন করতে পারে। “তার কাঁধে বিচরণ করো” মানে হলো পরিশ্রম করো, ভ্রমণ করো, ব্যবসা-বাণিজ্য করো। তবে তা যেন হয় হালাল ও ন্যায়সঙ্গত। শেষাংশে বলা হয়েছে, “তাঁর কাছেই তোমরা ফিরে যাবে” — এ কথা মনে রাখা মানেই পরকাল সম্পর্কে সচেতন থাকা।
সারাংশ:
✓ পৃথিবী মানুষের জন্য সহজ করে দেয়া হয়েছে।
✓ হালাল রিজিক অন্বেষণ ইবাদত।
✓ জীবনের প্রতিটি কর্মে আল্লাহর সন্তুষ্টি জরুরি।
✓ সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
মূল শিক্ষা:
✓ পরিশ্রম ও কর্মের মাধ্যমে হালাল উপার্জন ইসলামে উৎসাহিত।
✓ এই দুনিয়া আল্লাহর দেওয়া সুযোগ—তাঁর দিকেই প্রত্যাবর্তন আছে।
✓ প্রতিটি দুনিয়াবি কাজকে আখিরাতমুখী করতে হবে।
কুরআন থেকে বার্তা:
তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন। অতএব, তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক আহার করো। আর তাঁর দিকেই তোমাদের পুনরুত্থান হবে।" — সূরা আল-মুলক, আয়াত: ১৫
হাদীস থেকে দিকনির্দেশনা:
রাসূল (সা.) বলেন: কোনো ব্যক্তি নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম আহার করে না। — সহীহ বুখারী, হাদীস: ২০৭২
#EarthIsMadeEasy #HalalLivelihood #WorkWithPurpose #QuranicGuidance #SurahAlMulk #ReturnToAllah #DivineProvision #IslamAndWork #AfterlifeAwareness #FaithAndAction #TeachableWorld
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: