লুইস ব্রেইল,ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে তাকলাগিয়ে দেন।
Автор: Rabbiyat Rahman Lihan
Загружено: 2019-12-17
Просмотров: 67
Описание: লুইস ব্রেইল ১৮০৯ সালে ফ্রান্সে জন্ম গ্রহন করেন। জন্মান্ধ ছিলেন না কিন্তু তিনি। তার বয়স যখন ৩ বছর, তখন একটি দুর্ঘটনায় তার চোখ অন্ধ হয়ে যায়। কল্পনা করুন, ৩ বছর বয়সের একটা শিশু হঠাৎ এমন অন্ধ হয়ে যাওয়ার পর তার মানসিক অবস্থা কি হয়েছিলো। বই পড়ার প্রচণ্ড আগ্রহ ছিল তার। কিন্তু তখন তো এরকম অন্ধদের জন্য পড়ার মতো বইয়ের কোন বিশেষ ব্যাবস্থা ছিল না। কিভাবে একটা পদ্ধতি তৈরি করা যায় যার মাধ্যমে একজন অন্ধ মানুষ নিজে নিজেই পড়তে পারবে সেটি নিয়ে ভাবনা শুরু হয়ে যায় তার। শুধু ভেবেই থেমে যাননি, চেষ্টা চালাতে লাগলেন। অবশেষে যখন তিনি ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে প্রথম তার বন্ধুদের সাথে শেয়ার করলেন, তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র ১৫ বছর।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: