France World Cup Squad 2022 ।ফ্রান্সের কাতার বিশ্বকাপে দল ২০২২। Nazim Vlogs
Автор: Nazim vlogs
Загружено: 2022-11-18
Просмотров: 5
Описание:
এবার তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন লালন করছেন এমবাপে গ্রিজম্যানরা। ৯ তারিখ ঘোষণা করা হলো ফ্রান্সের স্কোয়াড তালিকা।এবার সামনে এল কাতার বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াড তালিকা। ২০১৮-র বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তাঁদের ২৫ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়।ডিডিয়ের ডেসচ্যাম্পসদের ফ্রান্স এবার বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে। তাঁরা বাদে সে গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, তুনিশিয়া এবং ডেনমার্ক। ২৩ নভেম্বর তাঁরা কাতারের আল ওয়াকরাহ স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে।
ফ্রান্স দলের যে তালিকা সামনে এসেছে, তাতে রয়েছে,
১) গোলরক্ষক: অ্যালফন্স অ্যারিওলা, হুগো লোরিস, স্টিভ ম্যানড্যানডা।
২) রক্ষণভাগ: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনিল কিমপেমবে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেনজামিন প্যাভারড, উইলিয়াম শালিবা, ডায়ট উপামেক্যানো, রাফেল ভ্যারান
৩) মাঝমাঠ: ইডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউশুফ ফোফানা, মাতিও গুয়েনডৌজি, এড্রিয়ান রাবিওট, অউরেলিন চৌয়ামেনি, জর্ডান ভেরেটাউট
৪) স্ট্রাইকার: কারিম বেনজেমা, কিংস্লে কোমান, ওউসমান ডেমবেলে, ওলিভিয়র জিরু, আন্টন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে এবং ক্রিশথোপার কুঙ্কু।
১৯৯৮ পর, ২০১৮ বিশ্বকাপে জয়ী হয়েছে ফ্রান্স। গতবার ৪-২ গোলে ক্রয়েশিয়াকে পরাজিত করেন পোগবা এমবাপেরা। তৃতীয়বারের জন্য জয়ী হতে মুখিয়ে এমবাপেরা। তবে ফ্রান্সের জন্য যা দুশ্চিন্তার, তা হলো কাতার বিশ্বকাপে দেখা যাবে না পল পোগবা এবং কান্তেকে। গুরুতর আঘাতের কারণেই তাঁরা এবার বিশ্বকাপে থাকছেন না, বলে জানা যাচ্ছে। গতবারের বিশ্বকাপ ফাইনালে গোল করেন পোগবা। এবার তাঁর এই অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে ফ্রান্সের খেলায়। এমনটাই মনে করছেন সমর্থকদের একাংশ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: