কলিযুগের শেষে পৃথিবীতে কি কি ঘটতে চলেছে ? The End of Kali Yuga कैसे होगा कलयुग का अंत |
Автор: Pouranik Kotha Kahini
Загружено: 2023-05-24
Просмотров: 910
Описание:
কলিযুগের শেষে পৃথিবীতে কি কি ঘটতে চলেছে ? The End of Kali Yuga कैसे होगा कलयुग का अंत |
পুরাণ ও মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে বিষ্ণুর দশম অবতার কলিযুগ ভূমিষ্ঠ হবেন। তিনিই হিংসা, হাহাকার অধর্মে ব্যপ্ত সমাজের ধ্বংস করবেন এবং এর পরই পুনরায় সত্য যুগের সূচনা হবে। কবে, কোন তিথিতে ও কী ভাবে কলিযুগ ধ্বংস হবে, কল্কি দেবতা কোথা জন্মগ্রহণ করবেন, সে সবের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন কৃষ্ণ।
দ্বাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ। এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। শ্বেত অশ্বে সওয়ার থাকবেন কল্কি দেব। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছলে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য, ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এমনই ভবিষ্যদ্বাণী করা হয়েছে মহাভারতে। তবে কল্কিযুগ শেষ হতে কত বছর বাকি, কলিযুগের জন্য কী কী ভবিষ্যদ্বাণী করেছেন বেদব্যাস, সে সবই এখানে আলোচনা করা হল।
পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল ৪ লক্ষ ৩২ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ। আধুনিক কালের গণনা অনুযায়ী ৩১০২ খ্রীষ্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়। এ সময় পাঁচটি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে উপস্থিত ছিল। এখনও পর্যন্ত কলিযুগের মাত্র ৫১২৪ বছর কেটেছে। অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও ৪ লক্ষ ২৬ হাজার ৮৭৬ বছর অবশিষ্ট। পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়। তবে এখন থেকেই অনেকে কল্কি অবতারের পুজো, আরতী ও প্রার্খনা করেন। কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মনে করা হয়।
মনে করা হচ্ছে যে, পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছবে, তখন বিষ্ণু কল্কি অবতার নেবেন। সম্ভল নামক স্থানে বিষ্ণুযশা নামক ব্যক্তির গৃহে কল্কি অবতার নেবেন বিষ্ণু। নিজের দেবদত্ত ঘোড়ায় সওয়ার হয় পাপের নাশ করবেন তিনি। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণর দশম অবতার কল্কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। শাস্ত্র মতে মাত্র তিনদিনে পৃথিবী থেকে সমত অধর্মীদের নাশ করবেন কল্কি। এর পর বহুবছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি।
কৃষ্ণ নারদকে বলেছেন যে, কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে। আবার দশ হাজার পর সমস্ত দেবী-দেবতা মর্ত্য ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। এক সময়ে অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি, অনৈতিকতার প্রসার হবে। এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে।
কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এর ফলে চার দিকে শুধু জল থইথই করবে। সমস্ত পৃথিবী জলমগ্ন হবে। জনগণের মৃত্যু হবে। এর পর ১ লক্ষ ৭০ হাজার বছরের সন্ধিকালের (এক যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুর মধ্যবর্তী পর্যায়কে সন্ধিকাল বলা হয়) শেষ লগ্নে ১২ সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্যযুগের সূচনা হবে।
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: