| | শিশুদের ডেঙ্গু হলে কিভাবে বুঝবেন | |
Автор: Salauddin Specialized Hospital Ltd
Загружено: 2025-07-14
Просмотров: 275
Описание:
| | শিশুদের ডেঙ্গু হলে কিভাবে বুঝবেন | |
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক রোগগুলোর মধ্যে ডেঙ্গু অন্যতম। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বর ও সাধারণ ভাইরাস জ্বর (যেমন: সিজনাল ফ্লু, ঠান্ডা, সর্দি-কাশি ইত্যাদি) আলাদা করা অভিভাবকদের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। ঠিক এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আল মামুন হোসেন স্যার।
তিনি বলেন, "প্রথম ২–৩ দিন অনেক সময়েই ভাইরাল জ্বর আর ডেঙ্গু জ্বরের লক্ষণ এক রকম মনে হতে পারে। তবে কিছু বিশেষ লক্ষণ ও পরীক্ষার মাধ্যমে দুইয়ের মধ্যে পার্থক্য করা সম্ভব।"
⚠️ সতর্কতা ও জটিলতা
ডেঙ্গু জ্বরের সবচেয়ে বিপজ্জনক সময় হলো জ্বর কমার পর ২৪–৪৮ ঘণ্টা, যাকে Critical Phase বলা হয়। এই সময়ে প্লেটলেট কমে যাওয়া, রক্তক্ষরণ, শ্বাসকষ্ট বা অজ্ঞান হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
নিচের লক্ষণগুলো দেখা গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে:
টানা বমি বা রক্তবমি
ত্বকে বা মাড়িতে রক্তপাত
পেট ব্যথা বা পেট ফুলে যাওয়া
শিশু অস্বাভাবিক শান্ত বা অচেতন হয়ে পড়া
৬ ঘণ্টার বেশি প্রস্রাব না হওয়া
🧒 শিশুদের জন্য করণীয়
ডাঃ মামুন হোসেন স্যারের সুপারিশ অনুযায়ী অভিভাবকদের করণীয়:
শিশুকে পর্যাপ্ত তরল (ডাবের পানি, স্যালাইন, জাউ, স্যুপ) দিন
প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক (যেমন: আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন) দেবেন না
মশা থেকে বাঁচাতে ফুলহাতা জামা ও মশারী ব্যবহার করুন
শিশুর জ্বর ২ দিনেও না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় টেস্ট করান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: