শিরকের ভয়াবহতা ও বিদয়াতের কুফল।সমাজে প্রচলিত ৪২ টি শির্ক বিদয়াত মুফতি এম. হেদায়েত হোসাইন 01728072112
Автор: Bismillah Media Network TV
Загружено: 2022-03-16
Просмотров: 91
Описание:
শিরক করার ভয়াবহ পরিণতি। শিরকের ক্ষতিকর দিক। শিরক করার শাস্তি। সমাজে প্রচলিত 42 টি শিরক বিদয়াত এবং কুসংস্কার। যা করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। কবর পুজা মাজার পূজা কবরে মান্নত করা। ইঁদুরের কাছে দাঁত চাওয়া। মাদুলি সুতা তাবিজ বাধা। গণকের কাছে হাতের রেখা দেখানো। বাচ্চাদের কপালে কালো টিপ দিয়া। হাত চুলকালে টাকা আসে ধারণা করা। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা। মানব রচিত মতবাদ বিশ্বাস করা। কারো পায়ে সালাম করা। শশুরের পায়ে সালাম করা শাশুড়ির পায়ে সালাম করা। পীর সাহেবের পায়ে সালাম করা। মুরুব্বিদের পায়ে সালাম করা। পাখি ডাকলে কুটুম আসবে মনে করা। পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা। পীর সাহেব কেয়ামতের দিন মুরিদদের সুপারিশ করবে। খাবার প্লেটে একবার নিতে নেই মনে করা। সকালবেলা দোকানে বাকি দেয়া যাবে না মনে করা। রাতের বেলা টাকা ধার দেয়া যাবে না মনে করা। মৃত ব্যক্তির জন্য সাত দিন চল্লিশা পালন করা। মৃত ব্যক্তির জানাযা সামনে নিয়ে লোকটা কেমন ছিল বলে মুসল্লিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা। খাতনা দিয়ে অনুষ্ঠান করা। সন্তান জন্মের পর সাটুরে করা। বিবাহে গান-বাজনা নাচ করা নাচ করা। স্বামীর পায়ের নিচে বেহেশত এ কথা বিশ্বাস করা। কবর পাকা করা। কবরের উপর গম্বুজ করা চুনকাম করা। সজ্জিত করা। খাবার আগে আসলে বন্ধু আসে পরে আসলে শত্রু আসে মনে করা। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা। জন্মদিনে বিবাহ করা যাবে না মনে করা। শনিবার মঙ্গলবার বিবাহ না করা। বিবাহে যৌতুক গ্রহণ করা। কুরবানি ও জবাইয়ের সময় আল্লাহ ছাড়া কারো নামে প্রাণী জবাই করা। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা। পীর সাহেব হুজুর সাহেব গানে গায়েব জানেন মনে করা সাহেব। মাওলানা এম হেদায়েত হোসাইন। মাওলানা মুহাম্মাদ হেদায়েত হোসাইন। মাওঃ হেদায়েত হোসাইন। হেদায়েত হোসাইন। মুহাম্মদ হেদায়েত। মুফতি মাওঃ হেদায়েত হোসাইন। মুফতি এম হেদায়েত হোসাইন। মুফতি হেদায়েত হোসাইন।
Mufti Maulana M Hedayet Hossain. Maulana Hedayet Hossain. M Hedayet Hossain Narail. Hedayet Hossain. Muhammad Hedayet Hossain Narail.
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ লেখক।
প্রকাশনা সম্পাদক/সাহিত্য সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, নড়াইল জেলা শাখা। সহকারী সেক্রেটারী, বাংলাদেশ মসজিদ মিশন, নড়াইল জেলা শাখা। ইমাম ও খতিব, রো-নগর কেন্দ্রীয় জামে মসজিদ, পলাশবাড়ীয়া, মহম্মদপুর, মাগুরা। Majar puja. kobor puja. KOB ore man nat kora. edurer kase dat chaul.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: