ধর্ম কি ধর্ম কাকে বলে ?ন্যায় অন্যায় প্রতিশোধ কি ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ কথা, ।
Автор: Ponkojkumer54
Загружено: 2023-10-14
Просмотров: 15
Описание:
আপনাকে স্বাগতম 🌹🌹♥️
শ্রীকৃষ্ণ: মহাভারতের এক অদ্বিতীয় সংলাপ।
সংক্ষেপে: একটি অলৌকিক মিলন, একটি অদৃশ্যের বন্ধন! যখন কোন ব্যক্তি কোন ঘটনার ভেতরে কোনো অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা রীদয় কে তছনছ করে দেয় সমস্ত্র জগত কে শত্রুরূপী জ্ঞান করে থাকে। অন্যায় বলে মনে হওয়া ঘটনা যত বিরাট হয় মানুষের রিদয় ও কিন্তু তত বিরোধীতা করতে থাকে।সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো য্যেগ্য কথা বাস্তবিক সংসারে যেকোনো রকমের অন্যায় ব্যাক্তির আস্থা বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায় এর অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস যাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার রিদয়ে ধ্যৈযের স্থান নেই সে ন্যায়ের কাজ ছেড়ে দ্রন্দ আর প্রতিশোধ পদ বেছে নেয় । হিংসা বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা প্রীড়াভোগ করেছে তার চেয়ে অধিক প্রিড়া অপরকে দেওয়ার প্রোয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সে স্বয়ং অন্যায় করে ফেলে।সে অপরাধি হয়ে যায় অথ্যাৎ ন্যায় আর প্রতিশোধের খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হলো ধর্ম।
#মহাভারতকৃষ্ণকথা #ভগবানশ্রীকৃষ্ণ #মহাভারতেরকাহিনী #শ্রীকৃষ্ণের বানী#ধর্মকি #ন্যায়অন্যায়কি?
আমরা সারাদিনে কতভাবেই না ব্যস্ত থাকি। সারাদিনে ক্লান্তি ভুলে নিজেকে একটু অন্যভাবে সময় দিতে চাই। একান্তে কিছু একটা সময় কাটাতে চাই নিজের মতো করে। আর আপনাদের কথা ভেবেই সামনে হাজির হয়েছি আমি। আসুন সবাই মিলে এখানে কিছুটা সময় কাটাই। আপনাদের সুখ ,দুঃখ , হাঁসি,কান্না ,গুলো ভাগাভাগি করে নেই।
আপনাদের মনের যত না বলা কথা ,রাগ, অভিমান, কষ্ট ,বেদনা,
সবকিছুই যেগুলো জমে আছে আপনার হৃদয়ে সেগুলো আমরা জানতে চাই জানতে চাই। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল খুলছি। আপনাদের না বলা কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন শেয়ার করুন। আমরা জানতে চাই সেগুলো। আপনাদের ভালোবাসাতে আমরা ভাসতে চাই। আপনাদের দুঃখে আমরা কাঁদতে চাই। পাওয়া না পাওয়া ভালোবাসার রং রাঙ্গাতে চাই আমাদের এই গ্রুপে। গড়তে করতে চাই পরিবার । আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আমাদের কাম্য।
নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানাল এ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
ধন্যবাদ সবাইকে
𝙐𝙥𝙙𝙖𝙩𝙚 𝙫𝙞𝙙𝙚𝙤 𝙤𝙛𝙛𝙞𝙘𝙞𝙖𝙡
/ @ponkojkumer54
Chanal id ,,,,,,,,UCVtZOnqGs52Dong7mekVnQg
User id,,,,,,,,,,,,VtZOnqGs52Dong7mekVnQg
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: