علامات قبول التوبة والأعمال- شيخ بن باز তওবা কবুল হওয়ার আলামত-শাইখ বিন বায
Автор: Manhaj Salafee
Загружено: 2018-03-12
Просмотров: 34
Описание:
এই প্রশ্নকারী যিনি তাঁর নামের ইঙ্গিত দিয়েছেন س،م দিয়ে উর্দুন (জর্ডান) থেকে। বলেছেন মাননীয় শাইখের কাছে আমার প্রশ্নের উত্তর আশা করি ।
আল্লাহ মুমিনের তওবা, আমল ,সালাত, সওম কবুল করার আলামত কি?
উত্তর: আল্লাহ বান্দার তওবা ও আমল কবুল করার আলামত হল বান্দার হকের ও হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত থাকা এবং সঠিক মানহাজের উপর চলা। এটাই আল্লাহ তাকে তৌফিক দেওয়ার এবং কবুল করার আলামত। যখন সে আল্লাহর কাছে তওবা করলো, তাঁর কাছে ফিরে আসল এবং হকের উপর প্রতিষ্ঠিত হল, তাহলে এটা আল্লাহ তাকে তৌফিক দেওয়া এবং তার তওবা কবুল করার আলামত। এবং তার বিপথে যাওয়া ও হকের উপর প্রতিষ্ঠিত না থাকা দলিল যে তার তওবা সত্য নয় এবং আল্লাহ তার তাওবা কবুল করেন নি ।
উদ্দেশ্যে হল বান্দার তওবা করার পরে প্রতিষ্ঠিত থাকা এবং সঠিক মানহাজের উপর চলা, যদি সে সালাত আদায় করে না থাকে তাহলে নিয়মিত ভাবে সালাত আদায় করা , যদি সওম পালন না করে থাকে তাহলে নিয়মিতভাবে সওম পালন করা , পিতা মাতার অবাধ্য হয়ে থাকে তাহলে তাদের সাথে সদয় হওয়া। যদি সে তা নিরবচ্ছিন্নভাবে ভাবে করে তাহলে এটা কল্যাণের আলামত। যেমন মানুষ যখন রমযানের পরে ভালো কাজ করতে থাকলে এটা আল্লাহর পক্ষ থেকে তার সওম কবুল হওয়ার আলামত । যখন সে বিপথে যায় তখন এটা তৌফিক না পওয়ার আলামত। আল্লার কাছে নিরাপত্তা চাই।
অনুবাদক: জিহাদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: