কীর্তনখোলা, ভেনিস ও বরিশাল। Vlog-245
Автор: Nature k
Загружено: 2025-10-18
Просмотров: 118
Описание: কীর্তনখোলা নদীর তীরে বরিশাল শহর। বরিশালকে বলা হত প্রাচ্যের ভেনিস। ভেনিসের সাথে কেনো বরিশালকে তুলনা! আমরা বই-পত্রে যা জেনেছি তা হলো, ভেনিস সমুদ্র উপকূলের শহর। সিনেমাতে ও ইউটিউবে যা দেখেছি তা হলো শহরের বাড়িঘরগুলো অ্যাড্রিয়াটিক সাগরের বুকে পিলার গেড়ে তোলা হয়েছে। তো এ রকম দেখেনি বরিশালে। তবে বরিশালের ভিতরে অনেক খাল রয়েছে। জোয়ার-ভাটার প্রভাবে সেগুলোতে পানি আসে আবার পানি নেমে যায়। হয়তো যখন বৃটিশরা ছিল তখন খালগুলো আরো প্রাকৃতিকভাবে সক্রিয় ছিল। ফলে একে আরো ভেনিসের মতো দেখাতো। তবে কীর্তনখোলা অনন্য। সোমবার ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন, ১৪৩২ আর ১৩ রবিউস সানি ১৪৪৭ ছিল পূর্ণিমার রাত। সে রাতে কীর্তনখোলার পারে জোয়ারের পানি ও পূর্ণিমার চাঁদ দেখে ভেনিসের কথা অবশ্য আমার মনে হয়েছে। #bangladesh #travel #barisal #river #fullmoon #venice
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: