মা কালীর মূর্তি তত্ব 😱 Mystery of Maa Kali
Автор: Prachin Pedia
Загружено: 2025-07-22
Просмотров: 802406
Описание:
কথিতো আছে মা কালীর যে প্রোতিমা আমরা দেখি, সেটা আজ থেকে চারশো বছোর আগে নবদ্বীপের শাক্ত সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তৈরি করে ছিলেন। শোনা যায় মা কালী কৃষ্ণানন্দকে স্বপ্নে দ্যাখা দিয়ে বলেন যে, ঘুম থেকে উঠে সে সবার প্রথম যে নারীকে দেখতে পাবে, তার আদোলেই যেন সে মায়ের মূর্তি তৈরি করে। সেইমতো পরের দিন সকালে গঙ্গাস্নানে বেরিয়ে কৃষ্ণানন্দ এক গৃহবধূকে দেখতে পান। মেয়েটির ডান পা উঁচুতে ও বাঁ পাটি মাটিতে। সে বাম হাতে গোবোরের তাল ধরে, ডান হাতে করে উঁচু দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। সেই বধূ ছিল কৃষ্ণাঙ্গী, বয়স আনুমানিক ষোল। তার চুল খোলা ছিল, পরনে একটা ছোট কাপড়। কৃষ্ণানন্দের চোখে চোখ পড়তেই মেয়েটি দেখে, যে তার বুকের কাপোড় এক দিকে সোরে গেছে, তাই সে লজ্জায় জিভ কেটে পিছনে ঘুরে দাঁড়িয়ে পরে। তাই কৃষ্ণানন্দ সেই গৃহবধূর আদোলেই তৈরি করেন মা কালীর মূর্তি, যা আজ সর্বত্র পূজিত হচ্ছে। তবে জানিয়ে দিই, যে এটা কোন প্রামাণিক ইতিহাস নয়, এটি একটি মান্যতা।
#maakali #jaymaakali #hindudharma #sanatandharma
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: