মরিচ চাষের পদ্ধতি৷ হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি৷ মরিচ গাছে সার দেওয়ার নিয়ম৷
Автор: Wasim akram Agro
Загружено: 2024-10-27
Просмотров: 2144
Описание:
মরিচ চাষের পদ্ধতি৷ হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি৷ মরিচ গাছে সার দেওয়ার নিয়ম৷ #মরিচ_চাষ #মরিচ #shorts
জাত এর বৈশিষ্টঃ
১। কাঁচা মরিচের রং সবুজ, লম্বা ২-৩ ইঞ্চি, ওজন ৫গ্রাম, কাঁচা ও শুকনা উভয়ভাবে ব্যবহার করা যায়।
২। গাছ বড় ডালপালা বিশিষ্ট।
৩। চারা রোপনের ৫০ দিন পর থেকে কাঁচা মরিচ উঠানো শুরু করা যায়।
৪। গাছ থেকে পাকা মরিচ উঠিয়ে নেওয়ার পর পূনরায় মরিচ ধরে।
৫। রোগব্যাধি সহনশীল।
লাইন থেকে লাইন ২৪ -২৮ ইঞ্চি এবং চারা থেকে চারা ১২ -১৬ ইঞ্চি দূরে লাগাতে হবে। বীজের পরিমানঃ জাত ভেদে শতক প্রতি ১০-১৫ গ্রাম । গোবর, টিএসপি, জিপসাম ও বোরন সম্পূর্ণ এবং এমওপি ৫০ কেজি শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ ইউরিয়া এবং বাকী এমওপি সমান ৩ কিস্তিতে ২৫, ৫০ এবং ৭৫ দিন পর পর জমিতে প্রয়োগ করতে হবে।
মরিচ চাষ পদ্ধতি
হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি
মরিচ গাছে সার দেওয়ার নিয়ম
বিজলী প্লাস মরিচ চাষ পদ্ধতি
বর্ষাকালীন মরিচ চাষ
মরিচ গাছের পরিচর্যা
মরিচ চাষের উপযুক্ত সময়
টবে মরিচ চাষ পদ্ধতি
মরিচের চারা উৎপাদন পদ্ধতি
মরিচ চাষে সার প্রয়োগ
হাইব্রিড মরিচের জাত
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: