টবে গোল আলু চাষ পদ্ধতি ॥ Easy Way to Grow Potatoes in Pots
Автор: Krishi Uddokta
Загружено: 2019-08-27
Просмотров: 123
Описание:
টবে গোল আলু চাষ পদ্ধতি ॥ Easy Way to Grow Potatoes in Pots
ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত সবজি অন্তত রাজধানীতে পাওয়া খুব দুষ্কর। কিন্তু দৈনিককার প্রয়োজনীয় সবজি নিজে চাষ করাও সম্ভব নয়। কারণ শহরে ভাড়া বাসায় সবজি চাষের মতো যথেষ্ট জায়গা কোথায়? তবে অন্তত গোলআলু বাসায় চাষ করতে পারেন। এর ছাদেরও দরকার নেই।
বাসার বারান্দায় এমন একটি স্থান বেছে নিন যেখানে প্রচুর আলো বাতাস পায়। অন্তত সকাল বেলাটা রোদ পড়ে এমন জায়গা আলু চাষের জন্য উপযোগী। খেয়াল রাখবেন সকাল-বিকাল বাদে শুধু দুপুরে রোদ পড়ে এমন জায়গায় আলু চাষ করবেন না।
টব
আলু চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
মাটি প্রস্তুত
আলু চাষের জন্য মাটিতে প্রচুর জৈব সার থাকতে হয়। বাজার থেকে কেঁচো কম্পোস্ট কিনতে পারেন। এক ভাগ মাটি ও দুই ভাগ জৈব সার নিয়ে ভালোভাবে ঝুরা করে মিশিয়ে নিন। মাটি খুব শুকনো হলে একটু পানি দিয়ে ভিজিয়ে মেশান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: