গাইবান্ধা থেকে বিদেশে রপ্তানী হচ্ছে ভাগ্যবান বাঁশ| BANGLA VOICE| LUCKY BAMBOO
Автор: Bangla Voice
Загружено: 2024-12-02
Просмотров: 495
Описание:
গল্পে, আড্ডায় কিংবা শত্রু-মিত্র প্রশ্নে অনেক সময় নেতিবাচক অর্থে ব্যবহার হলেও এই বাঁশ সেই বাঁশ নয়। ইংরেজীতে এই বাঁশের নাম লাকী ব্যাম্বু। বাংলায় বলা হয় ভাগ্যবান বাঁশ।
ধূসর-সবুজ রঙের বাঁকানো পাতা। পাতা আর কান্ড যে কারো দৃষ্টি কাড়ে।
ঘর-গৃহস্থালী বা অন্দরমহলকে দৃষ্টিনন্দন করে তুলতে বেশ জনপ্রিয় উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে লাকি বাম্বু বা ভাগ্যবান উদ্ভিদ।
এখন উত্তরের জেলা গাইবান্ধায় চাষ হচ্ছে ভাগ্যবান এই বাঁশ।
গাইবান্ধায় প্রথম বারের মতো বানিজ্যিকভাবে এই বাঁশ চাষ করে সবাইকে তাক লাগিয়েছেন সুন্দরগঞ্জের পাঁচগাছি শান্তিরামের হাফিজ এবং হাসিবুল দুই ভাই।
ভাগ্যবান এই বাঁশ দিয়ে তাদের হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের টব দেশের সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
২০১৪ সালে প্রথমে পাঁচশতক জমিতে লাকি ব্যাম্বুর চাষ করেন তারা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। এখন তিন বিঘা জমিতে হচ্ছে লাকি ব্যাম্বুর চাষ । ওমান, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে ভাগ্যবান এই বাঁশ। দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লাকি ব্যাম্বু দিয়ে তৈরি টব।
লাকি ব্যাম্বু চাষ করলে প্রতি বিঘা জমি থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব বলে জানান কৃষি কর্মকর্তারা।
সুত্র মতে- হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার নামের এক জার্মান-ইংরেজ মালির নামানুসারে এর নামকরণ করা হয় 'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা'। উদ্ভিদটির আদি নিবাস 'মধ্য আফ্রিকা' মনে করা হয়। চীনা ঐতিহ্য অনুসারে উদ্ভিদটি সৌভাগ্যের প্রতীক এবং মানুষের জীবনে সমৃদ্ধি আনে, তাই একে "ভাগ্যবান বাঁশ" হিসাবে ভারত, চীন এবং তাইওয়ানের মতো বিশ্বের বিভিন্ন অংশে 'অন্দরমহলের গাছপালা' হিসাবে ব্যবহৃত হয়।
#bangla_voice #lucky #bamboo #gaibandhanews #bamboochicken #bamboohouse #bamboocultivation #babu #bd #newvideo #ytviral
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: