র্যাব-১৩কর্তৃক মোবাইলের IMEI পরিবর্তন চক্রের মূল হোতাসহ ০২ জন আসামী গ্রেফতার
Автор: Himel multimedia
Загружено: 2024-03-28
Просмотров: 58
                Описание:
                    make  video bangladesh বাংলাদেশের খবর নতুন খবর নিউজ,NEWS OF BD
I hope everyone likes the video.প্রতিদিন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
র্যাব-১৩ কর্তৃক মোবাইল চক্রের ২ জন আসামী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 
কিন্তু সম্প্রতি কিছু অসাধুচক্র চোরাই মোবাইল সমূহের ও সফটওয়্যার এর মাধ্যমে মোবাইলের প্রকৃত IMEI নম্বর পরিবর্তন করে চুরি যাওয়া মোবাইলকে আবার পুনরায় নতুন মোবাইল হিসাবে বাজারে বিক্রি করে আসছে। দিনাজপুর ও এর সংলগ্ন অঞ্চলে চুরি যাওয়া মোবাইল ফোন এর IMEI পরিবর্তনের মাধ্যমে বাজারজাতকরণের কাজ করে আসছিল আটককৃত আসামিরা।দীর্ঘদিনের গোয়েন্দা অনুসন্ধানের পর এই চক্র ও তার কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় র্যাব-১৩ এবং এ তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারস্থ শুভ এক্সপার্ট কম্পিম্প টেলিকম ও মোবাইল সার্ভিসিং এর দোকানে ২7 মার্চ  বুধবার বিকাল সারে তিনটায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইলের IMEI পরিবর্তন চক্রের মূল হোতা মোঃ শাহাদত হোসাইন শুভ ও মোঃ সুলতান মাহমুদ (৩২) উভয় থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুক। তাদের সাথে থাকা ০৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, ০১টি ল্যাপটপ, ০৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি সাইবার অপরাধ মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে মাহমুদ বশির আহমেদ স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: